আমাদের কথা খুঁজে নিন

   

কে আস্তিক ? কারা আস্তিক ?? কিভাবে ???

সাধারণ মানুষের সাধারণ কথা। আমার দেখা মতে সামুতে সবচেয়ে বেশী আলোচিত-সমালোচিত বিষয় হচ্ছে আস্তিকতা ও নাস্তিকতা নিয়ে। নিজের ধর্মের প্রতি যাদের বিশ্বাস আছে তাদেরকে আমরা আস্তিক বলি? সত্যিকার অর্থে তিনি কি আস্তিক? ধর্মের কিছু কিছু প্রিয় অংশ মেনে নিয়ে, বাকী সব বাদ দিলেই কি আস্তিক হওয়া যায়? কে দাবি করতে পারবে তিনি আস্তিক। তিনি কি বলতে পারবেন আস্তিকতার সব নিয়ম কানুন তিনি মেনে চলেন অথবা তিনি আস্তিক। তিনি কি নিজের ধর্মের সত্যিকার অনুসারী।

আস্তিক ব্যক্তি কি কোন অন্যায় করে না? যদি অন্যায় অথবা পাপের কাজের সাথে নিজেকে জড়ায় তাহলে তিনি কতটুকু আস্তিকতায় বিশ্বাসী? কারা আস্তিক এবং কিভাবে আস্তিক হতে পারে? নাকি আস্তিকতার নাম বেচে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু সমাজ বা রাষ্ট্র তো আমাদের সবার। তাহলে কেন দলাদলি আস্তিক-নাস্তিক বলে গ্রুপিং। ধর্ম নিয়ে ব্যবসা। অথবা ধর্মের বাহির থেকে নিজ ধর্মের সাথে বেঈমানী।

এতে কি আমরা লাভবান হচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি। কিন্তু কেন ...............??? এক কথায় আমরা সবাই আমাদের দেশকে ভালবাসি। দেশের জন্য হলেও আমাদের সবাইকে একসাথে কিছু করা উচিত। দেশের কল্যাণের জন্য হলেও রাজনীতিবিদদের মত দলাদলি বাদ দিতে হবে। আমাদের দেশের কত সমস্যা।

স্বাধীনতার এতগুলো বছর পেরিয়েও আমরা কাঙ্খিত স্বপ্নের বাংলাদেশ পাইনি। জন্মের পর থেকে দেখে আসছি দলাদলি আর রাজনৈতিক প্রতিহিংসার জ্বালায় জ্বলছে সবকিছু। শান্তি কোথাও নেই। আমার মনে হয় সবাইকে ধর্ম, বর্ণ এবং সকল মতভেদ ভুলে প্রথমে দেশকে নিয়ে চিন্তা করে দেশের কল্যাণে আত্মনিয়োগ করা দরকার। তাহলে আমাদের মত সাধারণ মানুষগুলো সবাইকে সহযোগিতা করবে।

যারা এগিয়ে থাকবে অথবা যারা অগ্রজ ......  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।