আমাদের কথা খুঁজে নিন

   

প্লাস্টিক বোতলে তৈরি বাড়ি!

নিয়ম মেনে চলুন। (সকল নিয়ম বানানু হ্য় ভাঙ্গার জন্য) দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা পর্যন্ত প্লাস্টিকের বোতল দিয়ে সস্তা অথচ মজবুত বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন জার্মানির এক কাঠমিস্ত্রি। এর ফলে অনেক সামাজিক সমস্যারও সমাধানসূত্র পাওয়া যাচ্ছে। আধুনিক এই যুগে চারদিক ছেয়ে রয়েছে প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের রকমারি জিনিসপত্র। পরিবেশের জন্য প্লাস্টিক কতটা ক্ষতিকর, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

কারণ, বর্জ্য হিসেবে প্লাস্টিকের বিনাশ প্রায় অসম্ভব বলা চলে। কিন্তু আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্লাস্টিকের বোতলের অভিনব ব্যবহার শুরু হয়েছে। বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরির উদ্যোগ চলছে সেখানে, যার পেছনে রয়েছেন জার্মানির মিস্ত্রি আন্দ্রেয়াস ফ্র্যোজে। আন্দ্রেয়াস গোটা বিষয়টি বেশ সহজভাবে ভেবে রেখেছেন। প্রথমে প্লাস্টিকের খালি বোতলে বালি ও আবর্জনা ভরে ফেলতে হয়।

সেগুলি দিয়ে দেয়াল তৈরি করা হয়। বোতলগুলোকে পরস্পরের সঙ্গে জুড়তে অবশ্যই মাটি বা সিমেন্ট ব্যবহার করা হয়। গোটা কাঠামো স্থিতিশীল রাখতে নায়লনের দড়ি ব্যবহার করা হয়। সহজ এই পদ্ধতি কাজে লাগিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন আন্দ্রেয়াস। একদিকে পরিবেশ দূষণ কমাতে চান তিনি, অন্যদিকে গরিব মানুষের জন্য জীবিকা অর্জনের নতুন এক পথও খুলে দিতে চান।

বছর দশক আগে এই উদ্দেশ্যে তিনি দক্ষিণ আমেরিকার দেশ হন্ডুরাসে একটি কোম্পানি শুরু করেছিলেন, যার নাম ইকো-টেক। এর মধ্যে সারা বিশ্বে ৫০টি বাড়ি তৈরি করেছে এই সংস্থা। প্লাস্টিকের বোতলের তৈরি হলেও বেশ মজবুত ও নিরাপদ সেসব বাড়ি। এমনকি রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পের পরেও দাঁড়িয়ে থাকতে পেরেছে এই বাড়ি। বছরখানেক আগে আন্দ্রেয়াস আফ্রিকায় এই প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেন।

তিনি প্রথমে উগান্ডায় পানির একটি ট্যাঙ্ক তৈরি করেন। এখন তিনি নাইজেরিয়ায় ‘ডেয়ার’ নামের সংগঠনের সঙ্গে মিলে একটি প্রকল্প শুরু করেছেন। কাদুনা’য় আফ্রিকা মহাদেশের প্রথম প্লাস্টিকের বোতলের বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। হোটেল, রোস্তোরাঁ, দূতাবাস ও সাধারণ বাড়িঘর থেকে প্লাস্টিকের পরিত্যক্ত বোতল সংগ্রহ করা হচ্ছে। প্লাস্টিকের বোতলের তৈরি এই বাড়ি যতটা সম্ভব পরিবেশবান্ধব করে গড়ে তুলছেন আন্দ্রেয়াস।

এই বাড়িতে সৌর বিদ্যুত্ ব্যবহার করা হচ্ছে। বাড়ির নিজস্ব পয়ঃপ্রণালী থাকবে এবং পানীয় জল শোধনেরও আলাদা ব্যবস্থা থাকবে। নির্মাণের কাজে প্লাস্টিক বোতল ব্যবহারের আরও একটি সুবিধা রয়েছে। নির্মাণের প্রচলিত উপাদানের তুলনায় প্লাস্টিকের বোতলের দাম অনেক কম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.