আমাদের কথা খুঁজে নিন

   

সরকারকে লাখো সালাম

সারা দেশের মানুষ এখন একটা ইস্যু নিয়ে আওয়ামিলিগ এর উপর চরমভাবে বিরক্ত, আর সেটা হলো সারা দেশের েযাগোযোগ ব্যবস্থার চরম অবনতি,পাশাপাশি েযাগাযোগ মন্ত্রীর চিন্তাভাবনাহীন কথাবার্তা। মানুষের মুেখ মুখে যখন একটাই ইস্যু, ঠিক তখনই আরো একটা ইসু্য কি ইচ্ছে করেই তৈরী করা হলো ? সেটা বুঝতে পারতেছি । আইনজীবী এম ইউ আহমেদ এর মৃত্যু/হত্যকান্ড কি মানুষের মনোযোগ কে অন্যদিকে ধাবিত করার জন্যেই করা হলো নাকি মাথায় ঠিক ঢুকতেছেনা। এমন একটা মুহুর্ত যখন মানুষ সরকারের উপর অনেকটা বিরক্ত এবং বিএনপির প্রতি সহানুভুতির দিকে যাচ্ছিল, ঠিক তখনই এমন একটা ইস্যু তৈরী করা হলো, যাতে মানুষের মনোযোগ তো অন্য দিকে ধাবিত হবেই সাথে সাথে বিএনপির উপরও বিরক্ত হবে কারন ইদের আগ মুহুতর্ে সবাই যখন বাড়ি যাওয়ার জন্য নানা রকম উপায় খুজতে গিয়েও িনরুপায় তখন সবাবতই বাধ্য হয়েই আইনজীবী হত্যার কারনে বিএনপি একটু আন্দলোন করার চেস্টা করবে, আর এটা হবে মানুষের জন্যে আরেকটা দুর্গতির কারন। সুতরাং মানুষের মনোযোগ কে অন্য দিকেতো ধাবিত করা গেলোই সাথে সাথে িবএনপির প্রতি সহানুভুতির উপর ও আঘাত হানা েগলো।

যদি এটা আসলেই প্লান করা হয়ে থাকে তবে বলবো আওয়ামীলীগ সরকার আসলেই Great...অতুলনীয়। ঠিক একই কাজ গত বছর করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ী নিয়ে। এবং ঐ মুহুতর্েও জনগন অনেকটা বিরক্ত হয়েছিলো ইদের আগে আন্দোলন করার কারনে। আসলেকি বিএনপিকে নিজে নিজে কোন আন্দোলন করতে হয় না, আন্দোলন এর ইস্যু এবং কারন সবকিছুই সরকার ই তৈরী করে দেয়। সরাকার ঠিক করে দেয় যে কখন কোন ইসু্য নিয়ে আন্দোলন করতে হবে।

বুঝতেছিনা, আসলেই কি আওয়ামীলীগ এবং বিএনপির মধে্য কোনো internal affair আছে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.