আমাদের কথা খুঁজে নিন

   

সীমান্তে আর কত মানুষ মরলে তাদের বোধোদয় হবে !!!?

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন সারাদিনের কর্মব্যস্ততা শেষে এক সন্ধ্যার দিকে পত্রিকা নিয়ে বসেছিলাম । জাতীয় ও স্থানীয় উভয় পত্রিকারই প্রথম পাতার একটি শিরোনাম দেখে মনটা চরম খারাপ হয়ে গেল । আবারো সীমান্তে মানুষ হত্যা ।

দুই নিরীহ পাথর শ্রমিককে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গুলি করে মেরেছে বিএসএফ । ভারত আমাদের বন্ধুদেশ । মুক্তিযুদ্ধের সময় তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে । তার জন্য পুরো বাংলাদেশ তাদের প্রতি কৃতঞ্জ । কিন্তু বন্ধুত্ব ও কৃতঞ্জতার প্রতিদানসরূপ সীমান্তে বিএসএফ পাখির মত নির্বিচারে মানুষ খুন করে ।

কদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বাংলাদেশ সফরে আসেন । তিনি তখন এক বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দেন । কিন্তু তার এই আশ্বাসের মাত্র দুই সপ্তাহের মাথায় এই ধরণের ঘটনা । আমরা স্তব্ধ !!! আমাদের বর্তমান সরকারের কাছে দাবি সীমান্ত হত্যা বন্ধে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয় । ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বন্ধুত্বের এই ধরণের নিদর্শন দেখানো বন্ধ হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.