আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির সাথে অভিমান

আমি যদি আমার মনকে নিয়ন্ত্রন করতে পারতাম তাহলে হয়তো জীবনে আমি এত দুঃখ পেতাম না... ২০০৭ এর জুলাই মাসে একবার আমার প্রেমিকার সাথে আমার কথা কাটাকাটি হয়। এই কারনে পরের দিন আমি ওর রাগ ভাঙ্গানোর জন্য দুপুর বেলা ওর বাসা থেকে বের হওয়ার অপেক্ষায় থাকি। কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি নামে যে আমারা কেউই আর সেদিন বের হতে পারি নাই, আর ওর রাগ ভাঙ্গানো তো দুরের কথা। তাই, সেদিন বৃষ্টির উপর আমার খুবই রাগ হয়েছিলো। সেই অভিমান থেকেই এই গানটা লেখা... বৃষ্টির সাথে অভিমান অভিমান করে তুমি কাল গেলে চলে কি দোষ হলো আমার যাওনিতো বলে।

আজ তাই আমারই সে মান ভাঙ্গাবার পালা সইতে তো পারি না এ অভিমানের জ্বালা। মান ভাঙ্গাতে আজকে আমি যেই করলাম যাত্রা হঠাৎ করেই বাড়লো ভীষণ বর্ষারই মাত্রা। অভিমানের প্রহর শুধু দিচ্ছে আমায় কষ্ট বর্ষা তুমি অকারণে সময় করছো নষ্ট। কিভাবে আজ ভাংতে যাবো আমার প্রিয়ার মান? বৃষ্টি তুমি আসলে কেন? করছো সবই ম্লান। থাকতো যদি বৃষ্টি তোমার একটা প্রেমিক মন বুঝতে ঠিকই এ হৃদয়ে হচ্ছে কি এখন।

বৃষ্টি তুমি বড়ই খারাপ, আছে কি কোন রোগ? তাইতো আজ তোমাকে আমার শত অভিযোগ... বৃষ্টি তুমি করলে বৃথা দিনটি আমার আজ সময় গুলো যাচ্ছে বয়ে, বিকেল হলো সাঁঝ। কিভাবে, কখন ভাংতে যাবো আমার প্রিয়ার মান? বৃষ্টি তুমি নামলে কেন? করলে সবই ম্লান। ও বৃষ্টি তোমার যদি থাক্তো একটা মন বুঝতে ঠিকই এ হৃদয় চায় কি কখন। বৃষ্টি তুমি ভীষণ পাজি, কেমন তোমার এ রোগ? তোমায় ঘিরে আমার আজ তাই লাখো আভিযোগ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।