আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধান্বিত গোধূলি

দ্বিধান্বিত গোধূলি আজ এই অচেনা অবেলায় দাঁড়ালে মনের দুয়ারে গোধূলি বেলায়। কাল তো তুমি ছিলে খুব চেনা আজ তবে কেন হলে এত অচেনা। সর্বগ্রাসী কুয়াশা তার ধরেছে ঘিরে আপাদমস্তক,সবকিছু,সবকিছুকে আজ তুমি অপরিচিতা,অপরাজিতা ও তবে কেন গোধূলি বেলায় রং বদলাও মৃদু আলোছায়ায়,নির্মম গোধূলি বেলা তোমাকে যে লাগে আজ বড্ড অচেনা গোধূলি,সে যে কাপুরুষ। তা শ্রদ্ধা জানে না। জানে না ভালবাসতে, জানে শুধু প্রয়োজন মেটাতে। আমি না হয় হলাম রবি নয়ত শুধুই নিকষ রাত্রি আর থাকুক পড়ে গোধূলি সে তো চিরকালই ধূলি… সৌরভ হাসান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।