আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন পেমেন্ট ব্যাবস্থা সম্পর্কে জানুন এবং বিনামুল্যে একটি এলার্টপে একাউন্ট করে নিন।

ছেলে খারাপ না :) বর্তমান অনলাইনে ই-কমার্স, আউটসোর্সিং, মানি একচেন্জ ইত্যাদি কাজের জন্য একটি বহুল প্রচলিত ব্যাংকিং/পেমেন্ট ব্যবস্থার নাম paypal (পেপাল) যা বিশ্বের সবথেকে গ্রহনযোগ্য,ব্যবহৃত অনলাইন পেমেন্ট ব্যাবম্থা। এই পেপাল ভারত,মায়ানমার,মালয়েশিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশে বৈধভাবে প্রচিলত শুধুমাত্র বাংলাদেশ ব্যাতীত। বাংলাদেশ এর অতি বুদ্ধিমান সরকার এর বৈধতা দেয়নি। যখন থেকে আমার কম্পিউটার,ইন্টারনেট এর সাথে পরিচয় (২০০৮) তখন থেকে শুনে আসছি শীঘ্রই কিছু প্রশাসনিক জটিলতা শেষ করে পেপাল বাংলাদেশে উন্মুক্ত হবে। কিন্তু আজ অবধি সেই সৌভাগ্য বাংলাদেশীদের হয়নি।

আর এতে সবথেকে বড় সমস্যায় পড়েছে ঐসকল বাংলাদেশী যারা অনলাইনে আয় করে অথবা করতে আগ্রহী। কারন পৃথিবীর সকল পিটিসি/ফ্রীলান্সিং/সার্ভে সাইটগুলোর প্রধান (অনেকের একমাত্র) পেমেন্ট মাধ্যম হল পেপাল। ফলবর্তীতে অনেক বাংলাদেশী সমস্যাগ্রস্ত হচ্ছে আয় করা টাকা দেশে আনার ক্ষেত্রে। হতাশার কথা থাক। আসুন এবার জানি অনলাইন পেমেন্ট এর ব্যাতিক্রম আরেকটি ব্যাবস্থা AlertPay (এলার্টপে) সম্পর্কে।

২০০৪ সালে ফিরোজ এবং ফারহান প্যাটেল নামক দুই ভদ্রলোক এলার্টপে নামক নতুন এক পেমেন্ট পদ্ধতি চালু করেন যাত্রা কালে যার কর্মচারীর সংখ্যা ছিল মাত্র ৬ জন। যা বতর্মানে পৃথিবীর সবথেকে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতির একটি এবং বর্তমানে যার কর্মচারী সংখ্যা ৭০ জন এরও বেশী। মজার ব্যাপার হল বর্তমানে প্রায় সকল পিটিসি/ফ্রীলান্সিং/সার্ভে সাইটগুলো তাদের পেমেন্ট পদ্ধতিতে এলার্টপে কে যুক্ত করেছে। এবং বাংলাদেশ থেকে বৈধ ভাবে এলার্টপে একাউন্ট করা যায়। এবং এর মাধ্যমে কষ্টার্জিত টাকা নিজ হাতে নিয়ে আসা যায়।

আমার মতে বর্তমানে যারা আয় করছেন অথবা আগামীতে অনলাইনে আয়ের কথা ভাবছেন তাদের একটা এলার্টপে একাউন্ট থাকা অত্যন্ত জরুরী। এলার্টপে একাউন্ট করতে কোন টাকা লাগেনা। আসুন দেখি কিভাবে একটি এলার্টপে একাউন্ট করা যায়। প্রথমে এখানে ক্লিক করুন। এরকম একটি পেজ আসবে।

Sing Up Now এখানে ক্লিক করুন। প্রথমে আপনার Country (Bangladesh) নির্বাচন করুন। তারপর একাউন্ট এর তিনটি ধরনের যে কোন একটি আপনার প্রয়োজন আনুযায়ী পছন্দ করে নিন (আমি মনে করি Personal Pro নেয়া ভাল )। যে ধরনের একাউন্ট আপনার পছন্দ তার উপর ক্লিক করে Next Step ক্লিক করুন। পরবর্তীতে Personal Information এর ক্ষেত্রে আপনার তথ্যাদি চাহিদা আনুযায়ী প্রবেশ করান।

এবং Final Step ক্লিক করুন। ( User Agreement বক্সে ক্লিক করতে ভুলবেন না)। হয়ে গেল আপনার এলার্টপে একাউন্ট। আপনার ইমেইল ইন-বক্সে আসা Validation Link এ ক্লিক করে আপনার একাউন্টটি চালু করে ফেলুন। মনে রাখবেন আপনি যে ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেটাই আপনার এলার্টপে ইমেইল আইডি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।