আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে হত্যা করো, নইলে আজরাইল নেমে আসবে

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী। দৌড়, দৌড় যতক্ষণ পা থেকে গোঁড়ালি আলগা হয়ে যায়নি দৌড় যতক্ষণ না শরীর থেকে এক এক করে খসে পড়েনি প্রতিটা অঙ্গ- প্রত্যঙ্গ যতক্ষণ না শরীর থেকে হাঁটু আলাদা হয়ে যায়নি আঙ্গুলের ডগা থেকে খসে যাচ্ছে নখ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোমর দৌড়তে থাক দ্যাখ, তাকিয়ে দ্যাখ দেখতে দেখতে চোখ ঝরে পড়বার আগ পর্যন্ত দেখতে থাক দেখতে থাক যতক্ষণ না চোখের মণি উল্টে যায়নি দেখতে দেখতে চোখ খসে পড়া পর্যন্ত তাকিয়ে দেখ পকেট ভর্তি এক জেব চোখ জমা হওয়া পর্যন্ত দেখতে থাক হাতের ভেতর গজিয়ে উঠা হাত আঙ্গুলের ভেতর লুকানো থাবা বাড়িয়ে ধর যতক্ষণ না কব্জি কনুই পরস্পর আলাদা হয়ে যায়নি, হাত মেলে ধর চীৎকার দিতে থাক জোরে চীৎকার। যতক্ষণ না সূর্য তার আলো দেয়া বন্ধ করেনি সমস্ত গ্রহ- উপগ্রহ নিজ নিজ কক্ষপথ থেকে বিচ্যূত হয়ে যায়নি চন্দ্র- সূর্য পরস্পর ভয়ানক সংঘর্ষে টুকরো টুকরো হয়ে যায়নি আর পেঁজা তুলোর মত উড়তে শুরু না করছে কণ্ঠনালী ছিঁড়ে খুঁড়ে রক্ত বন্যা বয়ে যাওয়ার আগ পর্যন্ত চীৎকার করতে থাক গাইতে থাক যতক্ষণ না মানব মানবী সুরে পাগল হয়ে শুণ্যে উঠে কাঁপতে শুরু না করছে কাঁদতে থাক যতক্ষণ পর্যন্ত মানচিত্র পতাকা কাঁটা তারের বেঁড়া ছিঁড়েখুঁড়ে বিলীন হয়ে না গেছে আর শিকারী বুভুক্ষ শেয়ালের খাদ্য হয়ে উঠেনি আমাদের নীতি নির্ধারক ও রাষ্ট্রনায়কদের বিপন্ন হৃদয় এমন এক অর্থব্যবস্থা প্রণিত হবে যাতে শোষণ গাণিতিক হারে বৃদ্ধি পায় সর্বোচ্চ শিখরে অথবা শেয়াল কুত্তা ও খাদ্যাভাবে মরবে না তা না হলে দৌড়তে থাক এমন এক সমাজ ব্যবস্থা চাই যেখানে অন্ধরা নীতি নির্ধারণ করবে অসহায়েরা পিষ্ট হবে অপশাসনের যাঁতা কলে অথবা আইন- কানুনের দরকার পড়বে না তা না হলে তাকিয়ে তাকিয়ে দ্যাখ আর পকেট ভর্তি চোখের স্তূপ জমা করতে থাক কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে একটি শরীর যার স্কন্ধ থেকে মস্তিস্ক ছিন্ন হয়ে গেছে শেয়াল কুত্তারা চেটেপুটে খাচ্ছে একটি হৃদয় যার শরীর অনেক দিন আগেই বিলুপ্ত হয়ে গেছে রক্ত স্রোতের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা যার চোখ অনেক খসে পড়েছে দীর্ঘ দিন পূর্বে হাত উঁচিয়ে আছে চীৎকার দিচ্ছে দ্রুত গতির দৌড়ের ধুক ধুকানি শোনা যাচ্ছে একদল আজরাইল হামাগুড়ি নামছে রক্তের ফল্গুধারায় ভেসে যাচ্ছে কাঁটা তারের বেঁড়া মানচিত্র পতাকা আর সুর উঠছে . . . . . .


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.