আমাদের কথা খুঁজে নিন

   

ইলিশ নিয়ে আলু রফতানি করতে চান মমতা

তক কৃষ্ণকুমার দাস, কলকাতা থেকে ইলিশ মাছ নিয়ে বাংলাদেশে আলু রফতানি করতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মমতা চান, ছিটমহল-তি¯-ার পানিবণ্টন, তিনবিঘা করিডরসহ সব সমস্যার সমাধান করতে। বাংলাদেশ সফরের আগে নিজের উদ্দেশ্য ও মনোবাসনার কথা মঙ্গলবার বিধানসভার অধিবেশনে ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কথায় কথায় পশ্চিমবঙ্গে যাতে বন্ধ-অবরোধ না হয় সেজন্য সর্বদল বৈঠক ডেকে একটি আইন তৈরির উদ্যোগের কথাও এদিন ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার এই বন্ধ-অবরোধ বন্ধে আইন তৈরির উদ্যোগকে সমর্থন করেছে বিরোধী দল সিপিএম তথা বামফ্রন্ট।

নিজের সরকারের তিন মাস পূর্তির পর বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তাই ঢাকা যাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তরাংশের অনেক সমস্যা রয়েছে। তি¯-া ও ছিটমহলের সমস্যা রয়েছে। এগুলোর সমাধান করতে চাই। কতটা করতে পারব জানি না।

পদ্মার ইলিশ মাছ যাতে আসে আর পশ্চিমবঙ্গের আলু যাতে বাংলাদেশে রফতানি করা যায় তা দেখতে হবে। দেখি ঢাকা ঘুরে আসি, কতটা করতে পারব জানি না। ’ পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু গত দু’বছর ধরে বাংলাদেশ সরকার ইলিশ রফতানি নিয়ে দাম বেঁধে দেয়ায় কলকাতার বাজারে চড়াদামে পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে। ইলিশের দাম কমানো নিয়ে প্রথম কলকাতায় যাওয়া শেখ হাসিনার দুই উপদেষ্টা এবং পরে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দেন মমতা।

আর তাই এবারের ঢাকা সফরে নিজের রাজ্যের জন্য মমতা যে ইলিশ মাছের দাম কামনোর পাশাপাশি আরও ব্যাপক হারে কলকাতায় আমদানি করতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ৬ সেপ্টেম্বর দু’দিনের বাংলাদেশ সফরে ঢাকা আসছেন মমতা। মমতার সঙ্গে কলকাতা থেকে তার মন্ত্রিসভার একাধিক সদস্য ও কলকাতার সিনিয়র সাংবাদিকদের একটা বড় টিমও ঢাকায় যাচ্ছে Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.