আমাদের কথা খুঁজে নিন

   

খুলুন free website এখনি

আজ আপনাদের কে বলব কিভাবে খুব সহজে ফ্রী ওয়েব সাইট খুলতে পারবেন। এক্তি ওয়েব সাইট খুলতে আপনার যা লাগবে তা হলো একটি সার্ভার যা host করবে। host করা মানে সোজা বাংলায় বললে জা দারায় তা হল আপনার ওয়েব পেইজের ফাইল গুলো সংরক্ষন করে এবং প্রয়জনের সময় তা শেয়ার করে ইউজার এর সাথে। আর লাগবে domain. এটি হল আপানার ওয়েব সাইট এর address। যাই হোক মুল কথায় আসি।

আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারটিকে সার্ভার বানাতে পারবেন। সে জন্য অনেক সফটওয়্যার আছে যেমন Apache, Wampserver, ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে আপনার কম্পিউটারটিকে সবসময় অন করে রাখতে হবে এবং আপনার কম্পিউটার এ অনেক নেট স্পীড অনেক বেশি থাকতে হবে। এরকম আরো বেশ কয়েকটি সমস্যা আছে। একারনে কিছু সাইট তারা hosting করছে তাদের কাছ থেকে স্পেস কিনে নেওয়া যেতে পারে।

কিন্তু আমি একটি সাইট পেয়েছি যা আপনাকে ফ্রী hosting space দিচ্ছে। সাইটি হল http://www.000webhost.com । এটি থেকে আপনি ফ্রী domain ও পাবেন। তবে domain এর জন্য বেশ কিছু ভাল ভাল সাইট আছে। দরকার লাগলে জানাবেন।

আজকের মত এই পর্যন্তই। ভাল থাকবেন সবাই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।