আমাদের কথা খুঁজে নিন

   

একীভূত হচ্ছে মুন্নু জুটেক্স, মুন্নু প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং ও মুন্নু সিরামিক

এবার একীভূত হতে চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান মুন্নু জুটেক্স, মুন্নু প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং ও মুন্নু সিরামিক লিমিটেড। একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এই কোম্পানি তিনটি। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৫৫(২) ধারা অনুযায়ী একীভূতকরণের জন্য তিন কোম্পানির পৰ থেকে গতকাল রবিবার ইজিএমের তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর অদূরে ধামরাইয়ে কোম্পানির নিজস্ব ভবনে এই ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সামনে রেখে আগামী ৮ সেপ্টেম্বর রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইজিএমে সংশিস্নষ্ট কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারদের মতামত নেয়া হবে। এ সিদ্ধানত্ম বাসত্মবায়নের অনুমোদন চেয়ে তিন কোম্পানির পৰ থেকে হাইকোর্টে আবেদন করা হবে। যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করেই এ কোম্পানি তিনটিকে একীভূত করা হবে। একীভূতকরণের ঘোষণা অনুযায়ী মুন্নু জুটেক্সে শেয়ারহোল্ডাররা প্রতি ৩৯টি সাধারণ শেয়ারের বিপরীতে মুন্নু সিরামিকের ১টি সাধারণ শেয়ার পাবেন। একইভাবে মুন্নু প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানির ২.৬৯টি শেয়ারের বিপরীতে মুন্নু সিরামিকের ১টি শেয়ার পাবেন।

কোম্পানিগুলোর সম্পদ মূল্যায়ন করে নিরীৰা প্রতিষ্ঠান মেসার্স আতা খান এ্যান্ড কোম্পানি শেয়ার বিনিময়ের এ হার নির্ধারণ করেছে। লভ্যাংশ ঘোষণা করেছে মুন্নু জুটেক্স ও মুন্নু সিরামিক ২০১০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মুন্নু জুটেক্স ও মুন্নু সিরামিক লিমিটেড। মুন্নু জুটেক্স # কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীৰিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই হার নির্ধারণ করা হয়। মুন্নু জুটেঙ্রে শেয়ারহোল্ডাররা প্রতি ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় রাজধানীর অদূরে ধামরাইয়ে কোম্পানির নিজস্ব ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এজিএম সামনে রেখে আগামী ৮ সেপ্টেম্বর রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হিসাব অনুযায়ী, গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল প্রায় ২৬ টাকা ৫ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১ হাজার ৬৩৯ টাকা ২৩ পয়সা। বর্তমানে আলোচিত বুকবিল্ডিং পদ্ধতির নীতি অনুযায়ী এনএভি তিনগুন বিবেচনায় এই শেয়ারটির বর্তমান দাম অনেক নীচে। মুন্নু সিরামিক # কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীৰিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই হার নির্ধারণ করা হয়। মুন্নু সিরামিকের শেয়ারহোল্ডাররা প্রতি ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন।

পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হিসাব অনুযায়ী, গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল প্রায় ১৮ টাকা ৬৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩০ টাকা ৯৩ পয়সা। এটি ডিএসসি’র শীর্ষ ২০ শেয়ারের একটি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.