আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ জীবনের সঙ্গী । শ্রীকান্ত আচার্যের সেই অবিস্মরণীয় গান । ডাউনলোড লিঙ্ক সহ । না শুনলে পস্তাইবেন ।

ব্লগের একমাত্র অলস ব্লগার । একা একা এই বেশ থাকা আলো নেই কোথাও সব মেঘে ঢাকা ছায়া ছায়া সব আবছায়া যাকে খোঁজে মন তার নেই দেখা আনমনে এই একা একা সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা আলো ছায়া দিয়ে দিন চলে গেছে আমাকে শুন্যতা দিয়ে গেছে উতলা এক হাওয়া ভাসে সে হাওয়ার সাথী শুধু নিরবতা , শুধু নিরবতা কিছু পরে , দূরে আকাশে চেনা তারারা হয় তো বা দেবে দেখা বেশ আছি এই একা একা সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা বেলা শেষের রঙ নিয়ে ফেলে আসা গান ভাসে মনে মনে কেউ কথা দিল কেউ ব্যাথা দিল এই মনে তারই ছোয়া রেখে গেল এই চোখে মেঘ নামে তাই এ মনে সব সুর ব্যাথা ভরা , শুধু ব্যাথা ভরা সোনালী দিন ছিল দিপালী রাত আজ খুঁজি তবুও পাই না যে দেখা বেশ আছি এই একা একা সব মেঘে ঢাকা, সব মেঘে ঢাকা মূল গানঃ শ্রীকান্ত আচার্য ডাউনলোড লিঙ্কঃ একা একা এই বেশ থাকা কৃতজ্ঞতাঃ ব্লগার নাফিস ইফতেখারকে গানটা আমার জন্য মিডিয়াফায়ারে আপলোড করার জন্য । ধন্যবাদ তাকে  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।