আমাদের কথা খুঁজে নিন

   

I phone 5

সবাইকে সুভেচ্ছা আমার ব্লগ এ। এটা আমার প্রথম ব্লগ পোস্টিং। আসা করি আপনাদের ভাল লাগবে। পৃথিবী জুড়ে যখন i phone 4 এর এত জনপ্রিয়তা, তখন apple তাদের user দের আর ও চমক লাগিয়ে দিতে বাজারে নিয়ে আসছে i phone 5. তবে কবে এটি প্রাতিস্থানিকভাবে বাজারে ছাড়বে এই ব্যাপারে পরিস্কারভাবে কিছু না বললেও বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট এবং apple এর ব্লগ থেকে জানা যায়, এই বছরের সেপ্টেম্বর এর শেষ সপ্তাহে বা অক্টোবর এর প্রথম সপ্তাহে i phone 5 বাজারে আসবে। i phone 5 এর সম্ভভ্য সুবিধা গুলোর মধ্যে অন্নতম হচ্ছে এর আপগ্রেডেড নেটওয়ার্ক।

এতে সংযুক্ত করা হচ্ছে LTE (Long Term Evolution) technology. যা 4G হিসেবে পরিচিত। যার ডাউনলোড স্পীড হবে 100Mbps. অন্যান্য আকর্ষণীয় সুবিধাগুলোর মধ্যে, A5 processor, range up to 1.5 GHz যা ডুয়েল কোর এর সমান এতে সম্ভব্য 1GB RAM থাকবে। এটি ৮- মেগাপিক্সেল ক্যামেরা, সাথে 1080p video করতে সক্ষম এবং panaromic photo তুলতে সক্ষম। ডিসপ্লে ঃ 3.7- to 4-inch curved glass screen A SIM-less design, 3-4টা ইন্টারনাল এন্টেনা থাকবে যা GSM and CDMA networks সমর্থন করবে। এটি iOS 5 অপারেটিং সিস্টেম এ চলবে, যা মাল্টিটাস্কিং সমর্থন করে।

এতে থাকবে Near Field Communication (NFC) technology যা দিয়ে কাছাকাছি কোন phone, cash register ইত্যাদির সাথে যোগাযোগ করা যাবে। সম্প্রতি i phone 4 বাজারে বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন android phone এর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে, তাই তাদের মার্কেট ধরে রাখতে নতুন ফোন বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন। ভাল লাগলে বা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।