আমাদের কথা খুঁজে নিন

   

অবরুদ্ধ শহরে অনুপ্রবেশ

"সে কখনো বলে নি একটিও ঘৃণার কথা,- কখনো বলে নি- প্রিয়তম, ভালবাসি।" কি হবে যদি নিষিদ্ধ নাগরিকের মত মধ্য রাতে অনুপ্রবেশ করি আমি তেইশটি বছর ধরে কঠোর নিরাপত্তায় যে মোহনীয় শহরটি তুমি কুমারী করে আগলে রেখেছে কোন এক রাজপুত্রের প্রতিক্ষায় সেই মায়াময় শহরের স্বর্গীয় সুরায় যদি আমি নেশা গ্রস্থ হই ইচড়ে পাকা কোন বালকের মত খিস্তি খেউর আউরে যদি সেই শান্ত-নিস্পাপ শহরকে অশান্ত করে তুলি ওয়াইল্ড ওয়েস্টের মত ভেঙ্গে চুরে মহা উল্লাসে সৃষ্টি করে ফেলি নতুন কোন অধ্যায় কি হবে যদি দেহের ঘর্ষনজনিত দাবানলে পুড়ে যেতে থাকে শহরের সব স্থাপনাগুলো - ছাই হয়ে যেতে থাকে সংকোচের যত দলিল জ্বলন্ত সে শহরে অগ্নিকুণ্ডের মধ্য থেকে যদি আমি তুলে আনি প্রাগৈতিহাসিক প্রেমের মহা গোপনীয় অনুভূতিগুলি একটি একটি করে কি হবে নষ্টা শহর বলে যদি পৃথিবীর ইতিহাসে লেখা হয় নাম উড়ে যাবার জিনিস আটকে রেখে কি লাভ জ্বলতে চাওয়া মাটিতে পানি ঢেলেই বা কি লাভ অবরুদ্ধ সে শহরে ভয়ংকর অনুপ্রবেশ যদি হয় জেনো যুদ্ধ কিংবা প্রেমে পাপ বলে কিছু নেই উন্মাদ প্রেমিকের কাছে 'মহামানব' বলে শব্দ নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।