আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় হুমায়ন আহমেদের কিছু লাইন, আপনার প্রিয় কোনটী?

এই নিকটি আমার একাধিক বন্ধু ইউজ করেন। সুতরাং বিভিন্ন মতাদর্শের পোস্ট দেখা যাবে। ১ সবার উপর রাখবঃ চোখ গল্পের 'আপনার মানুষ সংসারে থাকলেও আপন বাজারে থাকলেও আপন' ২ 'যে জীবন দোয়েলের ফড়িংয়ের মানুষের সাথে তার কোন কালেই দেখা হয় না। ' খানিকটা জীবনানন্দ থেকে ধারে পাওয়া। লাইনটা কি সৌরভ এর? আমি সিওর না , পারলে কেউ জানান।

এডীত করে দিব। ৩ ‘নাইমুল কথা রাখেনি, সে ফিরে আসতে পারেনি তার স্ত্রীর কাছে। বাংলার বিশাল প্রান্তরের কোথাও তার কবর হয়েছে। কেউ জানে না কোথায়। এই দেশের ঠিকানাবিহীন অসংখ্য মুক্তিযোদ্ধার কবরের মধ্যে তারটাও আছে।

তাতে কিছু যায় আসে না। বাংলার মাটি ফরম আদরে তার বীর সন্তানকে ধারণ করেছে। জোছনা রাতে সে তার বীর সন্তানের কবরে অপূর্ব নকশা তৈরি করে। গভীর বেধনায় বলে, আহারে! আহারে। ’ জোছনা ও জননীর গল্প ৪ ' বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে, আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়, কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।

' একটা সিনেমায় ব্যবহৃত হয়েছিল , বলুন দেখি সিনেমাটির নাম? ক্লু দিব? ৫ আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মত -স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। যারা ডিসটিল্ড ওয়াটার নয় - কোকা কোলা ও পেপসীর মত মিষ্টি কিন্তু ঝাঁঝালো। "নবনী " ৫ বাঘের গর্ভে সব সময় বাঘ জন্মায় , সাপ জন্ম দেয় সাপের । মানুষ একমাত্র প্রাণী যে মানুষের জন্ম দেয় , আবার দানবের জন্মও দেয় ।

বসন্ত বিলাপ ৬ মানুষ তার সবচে জরুরী কথাগুলোই আসলে কখনো বলতে পারে না কবি ৭ বাঙালির তিন হাত । ডানহাত, বামহাত আর অজুহাত । একটা নাটকে দেখেছিলাম বাট নামটা মনে পড়ছে না। ৮ শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে-"ও মরে নাই"।

ছায়া সঙ্গী। ৯ দুঃখী মানুষের কাছে থাকিও । শোকগ্রস্ত মানুষের কাছে থাকিও । রাগে-অন্ধ মানুষের কাছেও থাকিও । আনন্দিত মানুষের কাছে থাকিও ।

দুঃখ - শোক , রাগ - আনন্দ তোমার ভিতরে আসিতে পারিবে না । হিমুর বাবার কথামালা হিমু কিংবা মিসির আলী ভক্তরা মাইন্ড খাইয়েন না। এডিটিং চলছে। আপনারা কমেন্ট যোগ করেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।