আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্র পোকা

চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে আশার প্রদীপটাকে নিভিয়ে হতাশার ধ্যানে মগ্ন, দু'হাতে ঠেলি সালতানাতের তখতে-তাজ, প্রণোদনা দলে আগুনের হৃদয় ঠুকি ঠেকাতে মরিচিকা ক্ষয়; দেখি বিভিষীকাময় বেনিয়াদী ইতিহাস খুলে ট্রয় নগরের জয়। সন্যাসী হতে বারে বারে কপাটের পর কপাট ভাঙ্গি; দ্রোহের বেসাতি বলে: গিলতে হবে তবে নাজ-নেয়ামত_ কাল থেকে কাল হতে হবে প্রবঞ্চণায় বধ। দিনান্তের কপালে পেরেগ ঠুকে রেখে গেলাম অন্তিম বাসনার দিকে; অথচ দিন সেখানে নেই। রোমাঞ্চিত রাতে বিণয় আঁখি কাইকুই ফেরারী ডাকাত। প্রণয়হীন অমীমাংশিত ইতিটানা এক মসলিন পর্দার ফোকর গলে লজ্জা নামে গতর চিবিয়ে। শূরায় বুক ভাসিয়ে আসক্ত মুঠো মন পৃথিবী ফতুর করে গোলাপজলে অবহেলা ঠেকায়। হেরে হেরে অবিলাস খেদ তাই পৃথিবীর আয়ুতে; তবু জেগে থাকা চাই মধ্যরাতে আকাশে মেঘের ভাসানে এক না-লায়েক চিরঞ্জিব নক্ষত্র পোকা হয়ে। মঈন ফারুক, আগষ্ট ২০১১, এমিরেট্স।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।