আমাদের কথা খুঁজে নিন

   

‘ড্রোন হামলার পক্ষে নয় বিশ্ববাসী’

ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্ সেন্টার বিশ্বের ৩৯ টি দেশে জরিপ পরিচালনা করে জানতে পেরেছে ৩১টি দেশের অর্ধকেরও বেশি মানুষ চরমপন্থী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ড্রোন হামলা সমর্থন করে না। জরিপ সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে, “জরিপে অধিকাংশ দেশই জঙ্গিনেতা ও গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহার প্রত্যাখ্যান করেছে। ”
৩১টি দেশের মধ্যে অন্ততপক্ষে অর্ধেক দেশই পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ার মতো দেশসমূহে জঙ্গিদের লক্ষ করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার বিরোধিতা করেছে।
মধ্যপ্রাচ্য, ল্যাতিন আমেরিকা এবং এশিয়াসহ বিশ্বের সব অঞ্চল থেকে নেয়া ১৫টি দেশের মধ্যে প্রতি চারটি দেশের তিনটিই ড্রোন হামলার বিরোধী।
শুধু তিনটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ড্রোন অভিযান পরিচালনার পক্ষে মত দিয়েছে।

ইসরায়েলের ৬৪ শতাংশ, কেনিয়ার ৫৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৬১ শতাংশ মানুষ জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন হামলার পক্ষে অবস্থান জানিয়েছেন।
তবে এ ব্যাপারে দ্বিধাবিভক্তি রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা এবং জার্মানির জনগণের মধ্যে। ড্রোন হামলার পক্ষে জার্মানিতে গত বছরের তুলনায় সমর্থন কিছুটা বেড়েছে। সাম্প্রতিক সময় পর্যন্ত জার্মানির ৪৫ শতাংশ মানুষ এর পক্ষে। অথচ ২০১২ সালেই পক্ষাবলম্বনকারী ছিল ৩৮ শতাংশ মানুষ।


যদিও ফ্রান্সও এখনো ড্রোন হামলার বিরোধী। কিন্তু সেখানেও পক্ষে সমর্থকের সংখ্যা বাড়ছে। ২০১২ সালের ৩৭ শতাংশ থেকে বর্তমানে পক্ষাবলম্বনকারীর সংখ্যা ৪৫ ভাগ।
অনেক দেশে লিঙ্গভেদেও এ মতামত জরিপে পরিষ্কার ব্যবধান লক্ষ করা গেছে। জাপানের ৪১ ভাগ মানুষ পক্ষাবলম্বনকারী হলেও এর মধ্যে মাত্র ১০ ভাগ নারী।


ড্রোন হামলার পক্ষে চীনে তিন বছর আগেও ৫৮ শতাংশ মানুষের সমর্থন থাকলেও বর্তমানে তা ৪০ শতাংশে এসে ঠেকেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশটিতে ড্রোন হামলার পক্ষাবলম্বনকারীর সংখ্যা মাত্র ১১ শতাংশ।
তবে বিশ্বে চীন থেকে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ভাল বলে মতামত জরিপে উঠে এসেছে। বিশ্বের ৬৩ ভাগ মানুষ যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মতামত জানালেও চীনের প্রতি জানিয়েছে ৫০ শতাংশ মানুষ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।