আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের একদিনঃ দুমুখো সেলিব্রেটি…

কয়েকজনের সাথে ফেসবুকে চ্যাট করতেছিলাম। এর মধ্যে কয়েকজন চেলেবেটিরা ছিলো। সুযোগ পেলেই তাদের সাথে কথা বলতাম। তো কথার এক ফাকে এক ফেমাস ভাইয়াকে জিজ্ঞাসা করলাম,কি করতেছেন ভাইয়া? উনি জবাব দিলেন,অমুকের (এক চেলেবেটি আপুর কথা বললেন) সাথে চ্যাট করতেছি। ঐ আপুকে বললাম,কি করতেছেন আপনি? আপু বললেন,কিছুনা।

এমনিতে ছাদে একটু ঘুরঘুর করতেছি। খাবারের পর নাকি একটু হাটাহাটি করা ভাল। > তো আপুকে বললাম,সেই ভাইয়া আপনার সাথে ছাদে কি করতেছেন?এই নিয়ে অনেক দুষ্টামীএ। হাসাহাসি। একটু পর দেখি একটা ফেবু বার্তা ভুলে আমার কাছে চলে আসছে।

যা সেই ভাইয়াটা ঐ আপুর জন্য লিখছিলেন। কিন্তু ভুলে চলে এসেছে আমার কাছে। ''আরে ধুর!ও একটা ফালতু ছেলে। তাকে নিয়ে এতো উচ্ছাসের কি আছে?ওর ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ড কি কখনো দেখেছ?সে একটা টেম্পু ড্রাইভার। আর আমি..…।

সে থাকে রাস্তার বসিতে। এসব মানুষকে কখনো আলাউ করিনা আমি। আমি আমার পরিচিত সবাইকে বলে দিয়েছি,তাকে পাত্তা না দিতে। তার ষ্ট্যাটাসে লাইক/কমেন্ট না দিতে। ফেসবুকে সে আমাকে নক করলে আমি প্রচুর বোরিং ফীল করী।

কিন্তু ভদ্রতার খাতিরে তাকে কিছুই বলতে পারিনা। ওর দ্বারা একটা লাভ হয়,কোন হেল্প ষ্ট্যাটাস দিলে সে যথাসাধ্য আগাইয়া আসে। কখনো টাকা নিয়ে। কখনো রক্ত ম্যানেজ করে। এই কারনে ওকে একটু লাইক করি।

সেদিনকে কি হয়েছে জানো!সাহাষ্যের আবেদন জানিয়ে একটা ষ্ট্যাটাস দিয়েছিলাম। শালায় করছে কি ৫০টাকা পাঠাইছে। এখন তুমি ই বল,এই ৫০টাকা দিয়ে কি করবো আমি?যত্ত সব ফাউল! তোমাকে যেন আর কোন দিন.…'' এরপর থেকে সেই ভাইয়া অফ। মানে আমাকে ব্লক করে রেখেছে। খুব জানতে ইচ্ছে করছিলো,কেন আমাকে অফ করলেন ভাইয়া?আর আমাকে নিয়ে বিব্রতবোধ করেন যখন এতোদিন বলেননি কেন?আমিতো নির্দিধায় আপনাকে বলে দিতাম আমাকে রিমুভ করে দিতে।

জানি আপনার কোন ফ্রেন্ডের অভাব হবেনা। ফলোয়ারদের সংখ্যা অনেক আছে। সেখান থেকে কেউ একজন ফ্রেন্ডলিষ্টের খালি জায়্গাটা পুরন করে দেবে। আমি মানুষটা একজন টেম্পু ড্রাইভার হইতে পারি। আমার অনুদানের পরিমানটা অনেক কম হতে পারে।

কিন্তু আমার আন্তরিকতা কখনো কম হবেনা ভাইয়া!আপনাকে দেখি প্রায়্শয় বড় বড় ষ্ট্যাটাস দেন। কিন্তু আপনার ষ্ট্যাটাস আর আপনার মনের মধ্যে বিস্তর ফারাক। আগে মনটাকে ঠিক করুন। তারপর ফেবুতে আইসেন ভাইয়া!আর মানুষকে কখনো তার সামাজিকতা নিয়ে মাপবেননা। আপনি আমার থেকে অনেক জ্ঞানী।

শিক্ষিত। আপনাকে কিছু বলার নেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।