আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-৬৪

আমি খুবই সাধারণ আবু হুরাইরাহ (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সা বলেছেন, কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেস্ট যে, সে যা শুনে (খোঁজখবর নেয়া ছাড়াই) তাই বলে বেড়ায়। (মুসলিম ৫) -মিশকাত তাহক্কীক আলবানী হা/১৫৬ ব্যাখ্যা: এর অর্থ যদি সে মিথ্যা কথা নাও বলে, কিন্তু যদি কোন কথা শুনার পর তা কতটুকু ঠিক কি বেঠিক তা অনুসণ্ধান না করেই বলাবলি শুরু করা তার অভ্যাস হয় তাহলে এটাই মিথ্যা বলার নামান্তর। কোন কথা শুনলেই তা অনুসন্ধান ছাড়া ছড়ারনো অনেক অনঘটনের সূচনা করতে পারে। তাই রসূল (স) এ কাজকে মিথ্যা বলার শামিল বলেছেন, কুরআন মাজীদেও কোন কথা শুনে অনুসন্ধান না করে প্রচার করা নিষেধ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।