আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের পর মাঠে নামছে আওয়ামী লীগ: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, রমজান শেষে নতুন উদ্যমে মাঠে নামার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ঈদের পর নতুন উদ্যমে জনগণের সামনে আওয়ামী লীগের সফলতা ও বিএনপির অতীতের কার্যক্রম তুলে ধরা হবে। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। গত চার বছরে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই সাফল্যের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ ছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের সময় দেশে কী অরাজক পরিস্থিতি ছিল, নিপীড়ন-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ চলেছে, সেই কথাগুলো সাধারণ মানুষকে আবারও মনে করিয়ে দিতে হবে। তাঁরা যেন অতীতের কথা চিন্তা করে, বুঝে-শুনে ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন; সে জন্য দলীয় নেতা-কর্মীদের নতুন করে আবারও উজ্জীবিত করা হবে। বাড়ি বাড়ি গিয়ে অতীতের কথা যেমন স্মরণ করিয়ে দিতে হবে, তেমনি একই সঙ্গে সরকারের সাফল্যের কথাও মানুষের কাছে তুলে ধরতে হবে। ’
দীপু মনি বলেন, ‘জনগণ যেন আমাদের আবারও সুযোগ দেন, যাতে আমরা উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। দেশ যেন এগিয়ে যায় এবং ২০২১ সালে আমরা যেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।


এর আগে তিনি কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের ৫৮ কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্টের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.