আমাদের কথা খুঁজে নিন

   

নারীমেলাঃ ঈদ মার্কেট

চলে যাব একদিন.............নিরবে ঈদের মার্কেট গুলোতে এত পরিমাণ নারী ক্রেতা দেখে মনে হয় যে নারীমেলা । মনে হয় দেশে নারী-পূরুষের অনুপাত ৫‍ঃ১। আচ্ছা দেশে এত মেয়ে কিন্তু যখন বিয়ের জন্য পাত্রী খোজে তখন সহজে পাত্রী পায় না কেন? আর ঈদ মার্কেটের যে অবস্থা তাতে মনে হয় আর কিছুদিন প্রয়োজনীয় জিনিষের মত নারীও র্মাকেটে সাজিয়ে বিক্রি হবে। আর তখন পোশাকের চেয়ে নারীর দাম কম হবে। আর বর্তমানে নারীর একটা পোশাকের যে দাম তা দিয়ে দশটা পুরুষের কাপড় অনায়াসে কেনা যায়।

আমি মনে করি এসব পোশাকের মডেল ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, জিটিভি,সনিটিভির থেকে আসে । আর আমাদের দেশের মহিলাদের তো কাজ নাই কাজের বুয়াকে দিয়ে কাজ করায় ‍আর নিজে সারাদিন এসব চ্যানেল নিয়ে ব্যস্ত । আর এখান থেকে এই সব উৎপত্তি। বসুন্ধারা সিটিতে মেয়েদের একটা থ্রি পিচের দাম প্রায় ৩,৫০০ -১১,০০০ কিন্তু এই কাপড়টা মেয়েরা খুব বেশী হলে তিন থেকে ছয় মাস পড়বে আর কাপড়ের সাথে ম্যাচিং করে অন্য অন্য আর কিছু কিন্তু একটা পুরুষ এই পরিমান টাকা দিয়ে এক দুই বছরের কাপড় কিনতে পারে। একটা নারী পোষা বর্তমানে একটা হাতি পোষার মত! আর দেশে বলে অভাব/সমস্যা কিন্তু মার্কেটে তো সেই ধরনের কিছু পায় না।

কাপড় পছন্দ হয়েছে দাম যতই হোক ব্যাপার না। আমি নারীকে অবজ্ঞা বা অপমান করার জন্য পোষ্ট করলাম না । আমি শুধু আমার উপলব্ধি করা ক্ষ‍ুদ্র চিন্তা শেয়ার করলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.