আমাদের কথা খুঁজে নিন

   

ডানা ভাঙ্গা মন

পাখি যদি হইতিরে মন, ডানা জোড়া ভাঙ্গার আগেই বহু দূরে পথ দেখিয়ে তোকে না হয় উড়িয়ে দিতাম । না হয় তুই নদী হইতি? শুকিয়ে যাওয়ার আগে থেকেই সাগর পানে চলে যেতি, তোর সাধের ঢেউ সহ । আমি না হয় পথ দেখাতাম । তুই শুধু মনই হলি । এতেই তোর দোষ হয়েছে । ডানা দুটো ভেঙ্গে গেছে । জল সব শুকিয়েছে । পাখি না হয়ে ডানা রাখার, নদী ছাড়া জল হওয়ার শাস্তি থাকে । ভুলেছিলি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।