আমাদের কথা খুঁজে নিন

   

দেশটাকে কেউ ভাল বলে না

গ্রাহক সেবা নেয়ার জন্য আমার অফিসে প্রায় শ্রিলংকান, মালদ্বীপের নাগরিক, চাইনিজ, কোরিয়ান, সোমালিয়ানরা আসে। এদের কেউ কেউ মেডিকেলে ইন্টার্ন করছে। কেউ গার্মেন্টেসে চাকরি করছে আর কেউ বা গার্মেন্টেসের মালিক। মালদ্বীপ, শ্রিলংকানদের চেনা কষ্টকর। এরা প্রায় বাঙ্গালিদের মতো।

সে দিন একটা মেয়ে আমার ডেস্কের সামনে এসে বলল, -ক্যান আই পে মাই ফাইমান্ট? অন্য একটা কাজ করছিলাম। হঠাৎ ইংরেজী শোনায় হকচকিয়ে গেলাম। - সরি! আই ডিডন্ট গেট ইট। হাও কেন আই হেল্প ইউ? - ফাইমান্ট -সরি! ওহ! পেমেন্ট। মেয়েটা শ্রিলংকান।

একদিন একটা ছেলে আসলো মালদ্বীপের। ওর কাছে আমাদের একটা ডিভাইস সেল করছিলাম। কানেকশনটা একটিভেট করতে বেশ সময় লাগে। তাই ভাবলাম টুকটাক কখা চালাই। -How is going in Bangladesh? একটু মাথা ঝাকাল।

কাঁধ বাকা করল। মনে হচ্ছে কুইনাইন গেলার চেষ্টা করছে। মুখে অস্পষ্ট কি একটা উচ্চারণ করলো। তারপর বলল, -I know Bangladeshis well. You know, around 60,000 people live in Maldives' -Well, What is experience here? -It's like Maldives in 80s -80s!! আরেক দিন একটা ছেলে আর একটা মেয়ে আসল। এরাও মেডিকেলে ইন্টার্ন করছে।

কানেকশন একটিভেইট করতে করতে একই প্রশ্ন রাখলাম। -কেমন দেখছ বাংলাদেশ? ছেলেটা তাকিয়ে থাকলো। মেয়েটা মাথা নিচু করে ছোট্ট করে বলল, - ইট'স তেরিবল। -Terrible! ছেলেটা একটু পরে বলল, -My house got robbed. -robbed!! -They took away my laptop, mobile, cash... -How could it be possible! ছেলেটা মাথা ঝাঁকাল। আমার মনে হচ্ছিল বলি, বিদেশিরা যেমন করে কেউ দুদর্শা শিকার হলে বলে, তোমার কথা শুনে খুবই খারাপ লাগছে।

তোমাকে দুঃখ দেয়ার জন্য দুঃখিত। কিন্ত বলা হল হল না। ওরা কোন কথা বলছে না। বেশ কিছুক্ষণ পর বললাম, -তোমাদের দেশের একজনকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ কেমন লেগেছে। সেও তোমাদের মতো হতাশ।

বলল বাংলাদেশ যেন 80s in Maldives' মেয়েটা বলল, -Well said. To me, Bangladesh's like 30s in Maldives' -30s!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.