আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন বিশেষজ্ঞদের হেল্প চাই।

আসসালামু আলাইকুম। সবাই ভাল আছেন আশা করি। গত কয়েকমাস ধরে আইফোন ব্যবহার করছি। এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে অনেক কিছুই শিখতে পেরেছি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝেছি, আইফোনের যাবতীয় কাজ কম্পিউটারেরে সাথে কানেক্ট করে আইটিউনের মাধ্যমে করতে হয়।

অর্থাৎ অন্যান্য মোবাইলের মত কম্পিউটারের সাথে কানেক্ট করে কপি-পেস্ট করলেই হয়, কিন্তু আইফোনে তাহা সম্ভব না। এটা একটা জটিল জিনিস। তবে যিনি একবার আইফোন ব্যবহার শুরু করেছেন তারপক্ষে অন্যফোন ব্যবহার করা কস্টসাধ্য। যাই হোক আসল কথায় আসি। আইফোনকে আইটিউনের মাধ্যমে কম্পিউটারে কানেক্ট করে ছবি/ভিডিও sync করে নিতে হয়।

গতানুগতিক কপি বা পেস্টের মাধ্যমে নেয়া যায় না। আইফোন ব্যবহারকারীর সবকিছু Sync করলে আইটিউনে তার ব্যাকআপ থেকে যায় যেমন ফোনবুক,ছবি/ভিডিও ইত্যাদি। আমার প্রশ্ন হল কম্পিউটার ফরমেট বা নতুন করে ইন্সটল করতে গেলে আইটিউনের ব্যাকআপের কি হবে ? যেমন কন্ট্যাক্ট নম্বর, ছবি/ভিডিও,আপ্লিকেশন্স ইত্যাদি কি কম্পিউটার নতুন করে ইন্সটল করলে মুছে যাবে। সবকিছুর ব্যাকআপ রাখতে হলে আমাকে কি করতে হবে? কেউ যদি এ ব্যাপারে সাহায্য করে তাহলে খুব উপকৃত হব। সবাই সালাম রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.