আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ কাঁদে

সর্বদা ভাবি কি আছে ? কি নেই ? কি পেলাম ? কি পেলাম না? দু হাতে উপার্জন করে নিজের প্রয়োজনে , বিলাসিতায় হাত উজার করে খরচ করা -- জীবন মানে আমরা এটাই জানি । একটা ভাল(!) ডিগ্রি অর্জন করে ভাল(যে ভালর কোন শেষ নেই) একটা জব করে দু হাত ভরে কামাই করব -- একটা নিশ্চিন্ত জীবন চাই । দু দিনের দুনিয়া "খাও দাও ফুর্তি কর । মুখে প্রকাশ না করলেও এটাই আমাদের জীবনের moto . নিচের ভিডিও চিত্র টি দেখে নিজেকে প্রশ্ন করেছি আর মনে মনে আহত হয়েছি বারবার আমি/ আমরা কি মানুষ ? যদি মানুষই হয়ে থাকি তাহলে আমার আর এই অসহায় শিশু দু টির মধ্যে এত ফারাক কেন ? আমি বারংবার সংগ্রাম করে মরি কিভাবে , কত ভাবে আরও ভাল থাকা যায় ? আরও ভাল ডিগ্রী ধারী হওয়া যায় ? আরও ... আরও ... কত কি? আর অসহায় শিশু দুটি জানে না জীবন মানে কি? ওরা পশু আর মানুষের পার্থক্য বোঝে না , ওরা জানে জিবন মানে ক্ষুধা , জীবন মানে অসহায়তা , জীবন মানে অন্নের ঘাড়ে সওয়ার হয়ে শুধু বেচে থাকা । বহু আগে শুনেছিলাম একজন বিদেশি বাংলাদেশের পথ শিশু আর রাস্তার পাশে বেড়ে ওঠা মানুষের জীবন দেখে বলেছিলেন -- How could you ignore these? We can ignore everything --উত্তরে বলতে চাই ।

আমরা মানুষ নই , চিৎকার করে বলতে চাই আমাদের মন নেই। আমরা অসহায় মানুষের কষ্ট দেখে কষ্ট পাই না । খুব খারাপ লাগলে বড়জোর ফেসবুকে ভিডিও শেয়ার করে দায়বদ্বতা এরাতে চাই। কারন আমরা সুবিধাবাদি । আমরা এইসব খবর জানতে চাই , শুনতে চাই , বন্ধু দের আড্ডায় আলোচনা করতে চাই ।

কিন্তু আমরা এর দায়ভার নিতে চাই না --- সব কিছু সরকারের ঘারে চাপিয়ে নিশ্চিন্তে থাকতে চাই। \"আশার মাচা \" নামক একটা ভিডিও দেখে চমকে গিয়েছিলাম । ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক থাকেন বস্তিতে । সামর্থ্যের অভাবে নয় , মনুষ্যত্তের তাড়নায় তিনি বস্তিতে থাকেন । আমরাও চাইলেই পারি বিলাসিতার চিন্তা বাদ দিয়ে এখনি কিছু করতে।

উপযুক্ত সময় এখনি!! পরিশেষে একটা হাদিস বলে শেষ করতে চাই রাসুল (সা) বলেছেনঃ\" কোন মুসলমান যতক্ষণ আরেকজনের সাহায্যে রত থাকে আল্লাহ সেই বান্দার সাহায্যে হাত বাড়িয়ে দেন। \" আর যে বাক্তিকে আল্লাহ সরাসরি সাহায্যের আশ্বাস দেন তার কি আর কিছুর প্রয়োজন হয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।