আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ ও মেঘ

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

আকাশ বলে মেঘসোনা তুই আমার কাছে থাক পানিভরা কলসীটা তোর যতন করে রাখ। মেঘ বলে থাকবো কেন তোমার কাছে বলো, বৃষ্টি হয়ে তুমিও না-হয় আমার সনে চলো। মাটির মানুষ প্রাণের টানে গাইছে আমার গান, গাছ-গাছালি পাখালি সবার হবে স্নান। আকাশ রেগে বললো তখন: এতই দরদ যদি, বিজলী কেন ঝলকাস বল বানে ভরাস নদী? মেঘ হেসে কয়: এটাই মজা ভাঙা-গড়ার খেলা, দুঃখের স্রোত পেরিয়ে তবেই ভাসে সুখের ভেলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।