আমাদের কথা খুঁজে নিন

   

কিছু উল্টা পাল্টা কথা

ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি অনেক দিন হল সামু পড়ছি। কিন্ত কোন দিন কিছু লিখা হয় নাই। কারণ সৃষ্টিকর্তা যাকে লিখার কোন শক্তি দেন নাই তার দ্বারা লিখা সম্ভব না। আজকে অনেক সাহস করে লিখে ফেললাম। কয়েকদিন আগে একটি মার্কেটের পাশে আমার একজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম।

হঠাত সাত-আট বছরের একটা ছোট ছেলে আমার পাশে এসে বলল “ভাইয়া একটা পেপার নিবেন?” বলেই সে একটা ২ টাকা দামের পেপার বের করল। আমি তাকে বললাম যে, আমার এখন পেপার কিনার সময় নাই,অন্য কাওকে দেও। তবু সে বারবার পেপার কিনার জন্য অনুরোধ করতে লাগল। শুধু তাই নয়, সে আমার হাতে পেপার ধরিয়ে দেওয়ার চেষ্টাও করতে লাগলো। মেজাজটাই খারাপ হয়ে গেল।

তারপর তাকে একটা ধমক দিলাম। তখন সে বলল আমি তো আর ভিক্ষা করতেসি না। বলেই সে চলে গেলো। এর মধ্যেই আমার বন্ধুটি চলে আসলো। আমি তার সাথে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম।

সব কাজ শেষে যখন বাসায় আসলাম তখন মনে হল ২ টাকা দিয়ে পেপার কিনলে আমার কি খুব ক্ষতি হত? আর একটি চিন্তাও মাথায় দোলা দিল। ওদের কি রাস্তায় রাস্তায় পেপার বিক্রি করার কথা? ওদের তো স্কুলে পড়ার কথা। সবাই দেশের উন্নতির কথা বলে। দেশের উন্নতি মানে কি দেশের সব মানুষের উন্নতি নয়? নাকি খালি উন্নত মানুষদের উন্নতি! হয়ত এদের মত অতি নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে ভাবার সময় আমাদের নেই। সবাই আছি নিজেদের নিয়েই।

তারপরও সপ্ন দেখে যাই, হয়তোবা কোন একদিন সব কিছুর পরিবর্তন হবে। বিশ্বায়নের সুফল সবাই সমান ভাবে পাবে। আমার মত অতি নগণ্য মানুষ সপ্নই দেখে যায়। অন্তত সপ্ন দেখতে তো দোষের কিছু নাই। সামুতে সবাই কত ভাল ভাল বিষয়ে পোষ্ট দেয়।

আমার এই অতি নিম্ন মানের পোষ্টের জন্য সত্যিই দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।