আমাদের কথা খুঁজে নিন

   

উল্টা - পাল্টা

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D আবার আসিল মনে কূহেলিকা ভোর , সেথা এসে প্রবেশিল নি্লোভ চোর। সমূদ্র মাঝেতে আজ পর্বত সম তেজ , শ্রাবন মেঘেতে যেন চতুষ্পদীর লেজ । হিয়ায় হিয়ায় বাজে বীণামণি সুর । সম্মুখে চাহিলে যেন পিছ বহু দূর । তারি মাঝে রোদ উঠে অগ্নিসম তাপ, রবিদার পেয়েছিল প্রকৃতির চাপ। আকাশ কুসূম আজি কল্পনা নিয়ে , আপনারা বসে থাকেন আমি ঘুমাই গিয়ে । ভাল লাগুক আর না লাগুক এটা পড়ে দেখবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।