আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ ছুয়ে ভেসে থাকা কিছু সময়...

স্বপ্ন দেখে যাই... অনেক দিন আকাশ দেখা হয়না... ঠিক আকাশ না... অনেক দিন ধরে কিছুই চোখে পড়েনা আমার... মেঘের রঙ... পাখির কিচির মিচির... ভাঙ্গা রাস্তায় জমে থাকা পানিতে গাছের ছায়া... কিছুই দেখতে পাইনি আমি ... পথশিশুদের হাসি ... ব্যস্ত রাস্তায় হেটে চলা মানুষ... কার চোখের দিকে তাকিয়ে আমি পিছনের জিবনটাকে ভেবে দেখিনি... অনেক দিন ধরে আমি নেই... অনেক দিন ধরে আমি যেন স্রেফ ভেসে আছি... চলমান বর্তমান কে কোনভাবে ঠেলেঠুলে অতীত করে ফেলছি... হঠাৎ করেই আমি আকাশ দেখতে পেলাম... কতদিন পরে! শেষ বিকেলের নীল আকাশ... আকাশে বর্ষার মেঘ... নদীর বুকে ভেসে থাকা নৌকায় শুয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে হঠাত চমকে উঠলাম... এ আমি কি করেছি! কোথায় ছিলাম এতদিন... নিজেকে কোথায় নিয়ে গিয়েছিলাম... ঘোর অন্ধকারে ঢেকে ফেলেছি আমার আশৈশবের আমি কে! ক্ষুদ্র স্বার্থ আর আমিত্ব আমাকে অন্ধ করে ফেলেছে! ভুলে গিয়েছিলাম জীবনে কি হতে চেয়েছিলাম ! নদীর বুকে আস্তে আস্তে সন্ধ্যা নেমেছিল... অদ্ভুত রকমের শীতল বাতাস সাথে করে রাত নিয়ে এল... কিন্তু অনেক দিনের পর যেন আমি আবার দেখতে পেলাম সবকিছু... পায়ের কাছে গড়িয়ে যাওয়া শুকনো পাতা... আলোর বিপরীতে খেলা করা ছায়া মানুষ, আকাশ জুরে থাকা গাছের ঝিরিঝিরি পাতার ফাকে উজ্জ্বল চাঁদ!...কি অদ্ভুত সুন্দর সব!... অনেক দিনের পরে বুকের ভিতরে হাহাকার করা বিষাক্ত বাতাস যেন মিশে যাচ্ছে অন্ধকারে...আমি আবার জেগে উঠছি... প্রাচীন গাছের নিচে হাটতে হাটতে মনে হল... জীবন বেশ সুন্দর... আমি জানি... অন্ধকারে লুকিয়ে থাকে বিষাক্ত বাতাস আবার ফিরে আসবে... আবার গ্রাস করতে চাইবে সব... কিন্তু আজকে আমি আর ভয় পাবনা... আমি জানি... আমিও আবার ফিরে আসব... কারন... আমি ফিরে আসতে জানি ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।