আমাদের কথা খুঁজে নিন

   

স্বরচিত কবিতা... .

আমার কোনো দোষ আছিলো না, সব দোষ আপনাদের জীবনের অপুর্ণতা আকাশের এই মৌন মূখর দিন রাত্রি ভেজা বিষন্নতার আড়াল রেখা অফিস পাড়ার বিক্ষিপ্ত কয়েকটি মানুষের ক্লান্তিহীন অকর্মন্য দিনাতিপাত গুটিসুটি হয়ে বসে থাকা খানিকটা অবসর। আমি এক নিত্য অলস, নিত্য দিনের মত অফিস করি আর আলস্যভরা জীবনিপাত সারাদিন পেপার পড়া আর ফেসবুক ভরা আমার'ই নিত্য কর্ম জগৎ। নিখুত জীবনের কামনায় পথ চলা জীবনের বাক তবু থমকে পড়া আগামী দিন গুলো ভাবতে থাকি কখন জানি ছড়িয়ে পড়ে সর্ব দ্বিধাময়তা। সময় আমার কেটে যায় উদ্ভ্রান্তের মত আলস্যময় তার সব টুকু তবু আশাহত হই আমি, কখনো বা দাড়াই হয়তো বা ভালো দিনের মরিচিকায় আমি হারাই আমার কালো জলে আমি হারাই আমার আসন্ন নিরাকার সময়ের প্রান্তনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।