আমাদের কথা খুঁজে নিন

   

জ্বীনের সাথে কথোপকথন

যখন আমাদের সহ্যের সীমা পার হয়ে যায় তখনই আমরা জ্বলে উঠি। সময়টা সম্ভবত ২০০৯ সালের মার্চ মাস। সময়টা আমার জন্য বেশ খারাপ যাচ্ছিল। সামনে সেমিস্টার ফাইনাল পরী্ক্ষা ছিল কিন্তু কিছুতেই concentration দিতে পারছিলাম না তারপর আমার সাথে কিছু আজব আজব ব্যাপার ঘটছিল। পরীক্ষার বাকী ২ দিন ।

সময় রাত ২.০০ টা । Preparation নেয়ার চেষ্টা করছি। হঠাৎ একটা কল আসে unknown নম্বর থেকে। receive করি। প্রথমে হরহর করে কিছু বলছিল কিছু বোঝা যাচ্ছিল না।

তাই আমি আমার ফোনের recording চালু করে দিই। প্রথমে ভাল ভাল কথা দিয়ে শুরু করে than ভাবলাম কথা চালুক। নিজেকে জ্বীন হিসেবে পরিচয় দেয় তারপর আবার কাউকে জানাতে নিষেধ করে। একে তো রাত দুইটা তার উপর clearly কিছু চিন্তাও করতে পারছিলাম না তাই বেশ ভয় পেয়ে যাই ওই রাতে। বাসায় রাতেই বলি।

Recording শুনে বাসায়ও সবাই এ্কটু ঘাবড়ে যায়। মজা হয় পরের দিন। জ্বীন আমাকে ফোন দিছে এই কথা শুনে কুষ্টিয়াতে আমার এক মামি সত্যি সত্যি একটা জ্বীন দেখে(তার ভাস্য মতে) faint হয়ে যায়। এরা যে প্রতারক চক্র তা সংবাদ মাধ্যমে প্র্কাশিত হয় কিন্তু বেশ অনেক দিন পর। তবে তার আগে আমার এই recording friend r cousin দের মাধ্যমে অনেকের কাছেই চলে যায়।

এমনও হইছে recording শুনছে পরের দিনই জ্বীন ফোন দিছে। সচেতন ছিল তা্ই আমার মত ভয় পায় নি। এখনও এই ধরণের প্রতারক চক্র সক্রিয় আছে। আশা করি সবাই সচেতন হবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.