আমাদের কথা খুঁজে নিন

   

জ্বীনের বাদশাহ

মনের গহীনে সরিসৃপ বাগান
বায়বীয় আত্মার ফিসফিস আওয়াজ
পলাশ রঙা আকাশের ঘুড়ি
গভীর ঘুমে সজারু বন
তারার অট্টহাসিতে জোসনায় ভরে মন ।

ভাঙাঘুমে রাত জাগে
জ্বীন পরীদের মেলা
মোবাইলে কানে ভাসে-
আমি জ্বীনের বাদশাহঃ
আতসী কাঁচে অদৃশ্য দেখি
ভাগ্য বদল হবে। ওখানে অপেক্ষায় সোনার কলস
গভীর অরণ্যে ।

রাতের আঁধার ভেদ করে অদৃশ্য বাণী
হাওয়ায় ভেসে মসজিদের মিনার থেকে বলছি শোন,
ভোর হতে এখনো অনেক বাকী
কড়ি আছে তোর । সবই মূলধন ।


গায়েবী আওয়াজ। প্রেতাত্মার সঙ্গী আমি
সব তোর হবে। শুধু-
একটু সবুর কর ।

মোহর ভরা সোনার কলস ?
শালা বজ্জাতের হাঁড়ি
আজরাইলের নাতি আমি
ছল-চতুরিতে খুউব হয়েছিস ওস্তাদ ।
সোনার রঙে সাজানো পিতলের কলস
দেব-দেবীর মুর্তি, মরা মানুষের হাঁড়।



রোজ রাতে মোবাইলের নেটে ঘুরে বেড়ায়
শিকার খুঁজে শয়তান
ধরতে বেপরোয়া জুচ্চোর
রাতের আঁধারে ঘুমের আবেশে জ্বীনের বাদশাহঃ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.