আমাদের কথা খুঁজে নিন

   

লিঙ্গ বৈষম্যের কবলে জীবনের প্রথম ভাইভা পরীক্ষা

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো ২-৩ মাস আগে অনার্স দ্বিতীয় বর্ষের ভাইভা পরীক্ষা দিয়েছিলাম। আগে কখনও ভাইভা না দেওয়ায় এ সর্ম্পকে কোন অভিজ্ঞতা ছিল না। যার সুযোগে স্যারেরা ৩০০ টাকার একটা ক্যাচাও দিয়েছিলো। হিসাববিজ্ঞান বিভাগের কয়েকজন প্রভাষক একটু লুল প্রকৃতির এটা জানতাম।

কিন্তু উনারা যে ছেলেদের এতো অপছন্দ করেন তা জানতাম না। ভাইভা পরীক্ষা আমার এবং আমার একজন সহপাঠীনিকে করা প্রশ্নগুলো উল্লেখ করলাম, বুঝতে পারবেন শ্রদ্ধেয় শিক্ষকদের কেন লুল বল্লাম - আমার সহপাঠীনি করা প্রশ্ন : তোমার নাম কি? - মোসা: তমুক তোমার বাবার নাম কি? -মো: অমুক বাসা কোথায়? - ওই পাড়ায় বিয়ে হয়েছে? -না ফাস্ট ইয়ারের স্কোর কত?? ২৪৯ খুব ভালো রেজাল্ট। কিপ ইট আপ। ওকে তুমি যাও। (২ মার্কের জন্য থার্ড ক্লাশ পায় নাই এটা নাকি খুব ভালো রেজাল্ট এটা হইলো আমার ক্লাশমেটের ইন্টারভিউ।

এবার আমার ইন্টারভিউ: ডিপার্টমেন্ট হেডের প্রথম প্রশ্ন - হিসাববিজ্ঞান কাকে বলে?? -শালার ক্লাশ নাইন থেকে পড়ে আসছি কাকে বলে..এটা কি অনার্স লেভেলের প্রশ্ন হইলো?? মনে ক্ষোভ রেখেও সুন্দর ভাবে উত্তর দিলাম। স্যার ঝারি দিয়ে বল্লেন, বাংলায় না ইংলিশে বলো। ইংরেজীতে বল্লাম। এবার স্যার আরো ঝারি দিয়ে বল্লেন এটা না আমি যেটা শিখিয়েছি সেটা বলো। নিজের পায়ে কুড়াল মারতে উস্তাদ আমার মুখ থেকে বের হয়ে গেল স্যার আপনিতো গত এক বছরে কোন ক্লাশ নেন নাই, আপনার ক্লাশতো প্রক্সি টিচার রেজাউল স্যারে নেয়।

কোপাল পোড়া কাকে বলে প্রশ্ন করে ডিপার্টমেন্ট হেড একটা গরম সিঙ্গারা দিকে হাত বাড়িয়েছিলেন উত্তর শুনে হাত গুটিয়ে নেন দ্বিতীয় প্রশ্ন - গার্নার ভার্সেস মারে মোকদ্দমাটি বিস্তারিত বর্ননা কর। সংক্ষিপ্ত ভাবে বর্ননা করলাম। স্যার অগ্নিচক্ষু নিয়ে বল্লেন আরো বিস্তারিত বলো। বইয়ের পাতায় ৩ পেজ লেখা আমি কেমনে হুবহুব বর্ননা করবো?? তৃত্বীয় প্রশ্ন - ফাস্ট ইয়ারে স্কোর কত?? ২৮০ এতো পুউর স্কোর কেন?? তোমার অভিভাবক মনে হয় কেয়ারলেস তোমার প্রতি। মনে মনে বলি স্যার কেয়ারলেস না হলে কি চাঁদপুরে পড়ি?? কিন্তু মুখে চুপ করে বসে ছিলাম।

তারপরে একজন স্যার দয়া করে বল্লেন তুমি যাও। আমি হাফ ছেড়ে বাচলাম শেষ খবর পাওয়া পর্যন্ত আমার সহপাঠীনি ৪০ পেয়েছে আর আমি ৩৪ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।