আমাদের কথা খুঁজে নিন

   

রুপা কে লিখা শেষ চিঠি

লিখার মত কিছু নাই............। প্রিয় রুপা, কেমন আছো তুমি ?? আমার কথা মনে আছে না ভুলে গেছ? রুপা আজ আমার একটা কথা রাখবে। আজ তুমি কী নীল অথবা বেগুনী শাড়ী পড়বে ? আজ তোমাক এই ২ রঙের যে কোন একটি শাড়ী তে দেখতে মনচাইছে? আচ্ছা রুপা তুমি কী আজ হাত ভরতি নীলরেশমি চুড়ি পড়বে ? আচ্ছা শুনো তুমি কিন্তু আজচোখে কাজল দেবে? আর শুনো তুমি কপালে ছোট্ট করে একটা কালো টিপ ও দেবে. এই শুনো রুপা তুমি কিন্তু চুল খোলা রাখবে খোলা চুলে তোমাক অনেক সুন্দর লাগে। তুমি তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষাকরো আমি আজ তোমার জন্য বেলি ফুল আর হাসনাহেনাফুল নিয়ে আসবো,তুমি এই কথা টা বিশ্বাস করো সত্যি আজ আমি আসবো..আজ আমায় আসতে হবে রুপা কারণ আজকের পর তুমি আমাকে কত শত ডাকলে ও পাবে না...আজ আমি তোমাকে শেষ দেখা দেখেঅজানার পথে হাঁটবো,যে পথে সামনে যাওয়া যাই কিন্তু পেছনে ফিরে আসা যাই না...রুপা আমি আজ চলে যাবো তোমাক শেষ বারের মত দেখে তোমার এই ছবি নিয়ে হেঁটে যাবো অনন্ত পথ.... ইতি হিমু উৎসর্গ হুমায়ূন আহমেদ স্যার কে আর রুপা কে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.