আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকেই বলছি 'রুপা'

মহাশক্তি বাতাস আর বিশালতায় ছেয়ে থাকা আকাশের বুক থেকে ঐযে ছোট্ট বালকটি যেভাবে তার ঘুড়িটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক তেমন করে যদি আমার জীবনটাকে নিজের করতে পারতাম।

এইযে নীলাম্বরি 'রুপা' হ্যাঁ তোমাকেই বলছি, তুমি জান কী; তোমাকে আমি কতটা ভালবাসি ! হয়তো জানবে না তবে শুনো, জোসনা রাতের নিকশ আঁধার যেখানে মিলেছে তার দূরত্বের সমান তোমায় ভালবাসি। আমাকে কি ভালবাসবে ? আমাকে জানতে চাও; সে আমি বলে দিচ্ছি, আমি বাপু ঐ 'হিমু' হতে পারবোনা ! আমি মোটেই গরম সহ্য করতে পারি না একেবারে ঘেমে নেয়ে একাকার হয়ে যাই। তোমার অবশ্যই তা ভাল লাগবে না ! আর খালি পায়ে হাঁটা; সেটাতো দুঃসাধ্য ! এই শহরের নোংরা পথের কথা না হয় বাদ-ই দিলাম, আবহাওয়ার বৈরিতায় পিছ-ঢালা পথ যেন সৌর প্যানেল।

না বাপু সত্যিই আমি হিমু হতে পারবোনা ! তবে হ্যাঁ, কথা দিতে পারি জোসনা রাতে তোমার সাথেই জোসনা দেখবো। যদিও সবাই যখন জোসনা দেখে আমি তখন দেখিনা, আমি চাঁদটাকে খুব একাকি পেতে চাই। তোমার জন্য না হয় সেই সুখটা বিসর্‌জন দিব ! দুজনে মিলে কোন দীঘির পাড়েই কাটিয়ে বিব সেই রাত। তুমি শুধু 'রুপা' হয়েই থেকো ! আকাশ নীল শাড়ির সাথে কপালের নীল টিপটা ভালই লাগে, যেন ভালবাসার সাগরের মাঝেই ভেসে উঠেছে নীল দ্বিপ। যেখানে গড়ে তোলা যায় অশেষ ভালবাসার প্রলয়।

আমি সেই ভালবাসাই চাই; তুমি দিবে কী ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।