আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত চিত্রকর্ম (পর্ব ০১)

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/ মানুষের ক্রিয়েটিভিটির কোনো নির্দিষ্ট সিমা পরিসিমা নেই। সৃষ্টিকর্তার মহান এক সৃষ্টি মানুষের চিন্তা শক্তি। শুধু মাত্র চিন্তাশক্তির কারণেই মানুষ আজ নিজেকে আলাদা করে প্রমান করতে পেরেছে যে তারাই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের অভাবনীয় উদ্ভাবন ক্ষমতা রয়েছে, রয়েছে সাধারণকে অসাধারণ করে তোলার ক্ষমতা।

খুবই নিম্নমানের অপ্রয়োজনীয় কিছু সজিনিস দিয়ে অসাধারণ শিল্পকর্ম তৈরি করার একধরেন অসম্ভব ক্ষমতা রয়েছে মানুষে। তেমনই কিছু অদ্ভুত চিত্রকর্ম নিয়ে আমাদের এই আয়োজন। আজ প্রথম পর্বে দেখুন পেনসিল চোখানোর পরে পেনসিলের পাতলা যে আবরন পরে থাকে তা দিয়ে তৈরি করা কিছু চিত্রকর্ম। আগামী পর্বে আবারো অদ্ভুত কোনো শিল্পকর্ম উপস্থাপনের ইচ্ছে রইলো। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.