আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে

দীর্ঘ প্রতীক্ষার পর হাতিয়া উপকূলীয় মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে এখন হাসি ফুটে উঠেছে। আষাঢ়-শ্রাবণ মাসে ভরা মৌসুমে জালে ইলিশ ধরা না পড়ায় জেলেরা হতাশ হয়ে পড়েছিল। অনেক জেলেকে ধার-দেনা করে চলতে হয়েছে। স্থানীয় জেলেরা নদীতে মাছ বৃদ্ধির জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পর্যন্ত সম্পন্ন করেছে। কিন্তু অবস্থার তেমন পরিবর্তন হয়নি।

অথচ নিম্নচাপের কারণে সাগর ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ও অবিরাম বর্ষণের সাথে সাথে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। এত মাছ জেলেদের জালে ধরা পড়ার পরও মাছের দাম সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে। হাতিয়া উপজেলার কোন হাট-বাজারে ইলিশ বেচা-কেনা হচ্ছে না। আগাম দাদন দেয়ায় জেলেদের মাছ আড়তদাররা কিনে নিচ্ছে। কারো কোন বিশেষ প্রয়োজন হলে আড়তদারদের কোল্ডস্টোর থেকে প্রতি কেজি ৫শ টাকা ধরে কিনে নিতে হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.