সালাত আদায় করার সময় দুনিয়ার চিন্তা মাথায় আসেনা এমন মানুষের সংখ্যা কম। এর অন্যতম কারন হল শয়তান। সালাত নষ্ট করার জন্য এদের বিশেষ ডিপার্টমেন্ট আছে।
এখন কি করে আমরা সালাতে আরও বেশী একাগ্র হতে পারি ??
খুব ছোট বেলায় আমপারা দিয়ে আরবী শিক্ষা শুরু, এরপর পবিত্র কুরআন। এক সময় পুরা কোরআন রিডিং পরা শেষ তো কাজ শেষ ।
মজার ঘটনা হল অনেক সুরা বা দোয়া আছে যেগুলো পড়তে বললে ১০০ কিঃ মিঃ স্পিডে পরতে পারি, কোন সমস্যা হয়না। কিন্তু যদি কেউ মাঝখানে একটু বাধা দেয় তাহলে আর পড়তে পারিনা । হয়ত আমার মত অনেকেরই এই অবস্থা। তাহলে সমাধান কোথায়?
সেদিন একটা সূরা পুনরায় মুখস্ত করলাম, কিন্তু এখন আর আগের মত মাথা কাজ করে না। তাই কোনভাবেই হচ্ছিল না।
তখন একটু অন্যভাবে চেষ্টা করলাম, আর তা হল সুরাটির প্রত্যেক আয়াতের তরজমা পড়লাম তারপর আরবী মুখস্ত করলাম। আল্লাহর অশেষ রহমতে খুব তারাতারি মুখস্ত হয়ে গেল এবং পরবর্তীতে যতবার সুরাটি তেলওয়াত করেছি (এম্নিতেই অথবা সালাতে) তখন প্রতিটা আয়াতের অর্থ আমার আগে মনে পরে এবং আল্লাহর রহমতে আরবীতেও কোন সমস্যা হচ্ছে না।
সবচেয়ে বড় ব্যাপার হল সালাতের সময় যখন সুরাগুলার অর্থ মনে করে পড়ি তখন তুলনামুলক ভাবে একাগ্রতা অনেক বেশী কাজ করে। এভাবে চেষ্টা করতে থাকলে হয়ত আল্লাহ আরও ভাল অবস্থায় নিয়ে যাবেন। আমীন।
এই রমজান মাসে একটু সময় নিন, একটু চিন্তা করে দেখেন মাত্র ৫/৬ টা সুরা দিয়ে আমরা অধকাংশ মানুষ সালাত আদায় করি , যেমনঃ সুরা-ফাতিহা, সুরা- ফীল, সুরা লাহাব, সুরা- এখলাস, সুরা-কাওছার, সুরা-নাস এরকম আর কয়েকটি। এই সুরা গুলা একটু কষ্ট করে অর্থ গুলা জানার চেষ্টা করে দেখুন, তারপর সালাতের সময় যখন এগুলি তেলয়াত করবেন ইন শা আল্লাহ একাগ্রতা বেড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দ্বীন বোঝার তৌফিক দান করুন এবং শেই অনুযায়ই আমল করার তৌফিক দান করুন। আমীন।
সুরা-ফাতিহা
-------------
(বিসমিল্লাহির রাহমানির রাহীম)
-শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।
-যাবতীয় প্রশংসা আল্লাহ তা'য়ালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা ।
-যিনি নিতান্ত মেহেরবান এবং দয়ালু।
-যিনি বিচার দিনের মালিক।
-আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
-আমাদেরকে সরল পথ দেখাও।
-সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাযীল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে
#FHP ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।