আমাদের কথা খুঁজে নিন

   

ফরযের সালাত ক্বাযা হওয়াটাই স্বাভাবিক!

শ্বাস-প্রশ্বাসে স্বাধীনতা, চিন্তায় মানবতা...

"ঘুম হইতে সালাত উত্তম"... কথাটি মুসলিম সকলেই জানি...নাকি? এই জানা কি শুধু জানার জন্যই! নাকি তা মেনে পালন করার জন্য?! আপনার ক্ষেত্রে উত্তর কোনটি? আপনার উত্তরই আপনার ঈমানের মাত্রা কিছুতা বলে দেবে... আমরা অনেকেই নিয়মিত সালাত আদায় করার নিয়ত করি। কিন্তু, কিভাবে যেন ফযরের সময় ঘুম থেকে উঠতে পারি না। আজব না?? আমরা এমন ঘুমে থাকি যে আযানের ধ্বনি টেরই পাই না। বুদ্ধি করে অ্যালার্ম সেট করে ঘুমাই। কিন্তু, এত্ত সকালে ঘুমের গভীরতায় অ্যালার্ম বন্ধ করে ঘুমেই পড়ে থাকি...আজ আদায় হলো না, কাল হবে বলে দিন যেতে থাকে! আর ক্বাযা হতে প্রতিদিনের ফযরের সালাত!! ক্বাযা হওয়াটাই স্বাভাবিক! কেন, ভাই? ফযরের সালাতের প্রতি যদি আমরা সত্যিকার অর্থেই গুরুত্ব দিয়ে থাকি তাহলে তো এমনটি হওয়ার প্রশ্নই ওঠে না(শারীরিক অক্ষমতা ছাড়া)!!! আপনার যদি ভার্সিটিতে/কলেজে/স্কুলে পরীক্ষা থাকতো সকাল ৫:৩০ এ তাহলে কি করতেন? নিশ্চয়ই ঘুমিয়ে থাকতেন, পরীক্ষা মিস করতেন...তাই না? মোটেও না! বরং আপনি ঠিকই ৪:০০ টায় উঠে পড়তেন আর প্রস্তুত হয়ে পর্যাপ্ত সময় থাকতেই ভার্সিটি/কলেজ/স্কুল এর উদ্দেশ্যে রওনা হতেন। তবে ফযরের সালাতের ক্ষেত্রে কেন ব্যতিক্রম? এটি কি আপনার পার্থিব জীবনের পরীক্ষার চেয়ে কম প্রাধান্য পায় আপনার কাছে...?!! আপনার উত্তর যদি হ্যা হয় তবে আপনার উদ্দেশ্যে আর কোন কথা নেই। আর যদি না হয়, তবে ভাই হিসেবে অনুরোধ করে বলছি এতদিন যা গেছে গেছে এখন থেকে গাফিলতির কারনে ফযরের একটি ওয়াক্ত সালাতও ক্বাযা করবেন না। -আল্লাহ্‌ আমাদের সকলকে অন্তত Basic Level এর মুসলিম হওয়ার তৌফিকটুকু দান করুন(আমীন)। #ALHAMDULILLAH_AllPraisesToAllah

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.