আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত নেতাদের মুক্তির মোনাজাতে খালেদা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষনেতার মুক্তিতে দলটির বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন খালেদা জিয়া। শনিবার রাজধানীর রূপসী বাংলার উইন্টার গার্ডেনে রাজনীতিবিদদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতারের আগে এ মোনাজাত আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াত। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামরুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করেন দলের নায়েবে আমীর আবদুস সুবহান। সরকারবিরোধী আন্দোলন সফল করতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও মোনাজাতে দোয়া করা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের এ পাঁচ শীর্ষনেতা কারাগারে আটক রয়েছেন।

এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১০ অগাস্ট। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত দল গঠন করে সরকার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির শীর্ষনেতা সালাউদ্দিন কাদের চৌধুরীও কারাগারে আটক রয়েছেন। একই অপরাধে গ্রেপ্তার হওয়ার বিএনপির জিয়াউর রহমান আমলের মন্ত্রী আবদুল আলীম জামিনে রয়েছেন। দলের আমীর মতিউর রহমান নিজামীসহ দলের পাঁচ শীর্ষ নেতাকে 'তথাকথিত যুদ্ধাপরাধ' মামলায় ১৩ মাস ধরে আটক রাখা হয়েছে অভিযোগ করে ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ বলেন, তারা আজ মুক্তভাবে রোজা রাখা থেকে বঞ্চিত হচ্ছেন।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.