আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দর, আফ্রিকান নেংটু বাবা, নাস্তিক ভাইগন এবং মডারেটররা!

Speak no evil, hear no evil, see no evil. ভাইরে, কিছুকাল আগে এখানে অফ্রিকায় আমার অভিগ্গতা লব্ধ আফ্রিকান নেংটু বাবার পোস্ট দিয়া ব্যান খাইছিলাম। মন খারাপ হইছিলো। শেষ পর্যন্ত আমার নিজেরই একটা ব্লগ খুইলা তাতে ওটা পোস্ট করছিলাম। Click This Link ইদানিং আমাদের নবী এবং ইসলাম কে নিয়া যে পোস্ট গুলো হয় তা কেনো ব্যান হয় না? আমি কোনোদিন ভাবি নাই ধর্ম নিয়া লিখব। কিন্তু না লিখে পারলাম না।

আরিল বা জানা আপু কি ওগুলো পড়েন না? উনারা কি এতোই পক্ষপাত দুস্ট? সাহস থাকলে উনারা অন্তত একজন আমার এই পোস্টে কমেন্ট করুক। দেখি কি বলেন? না করলে বুঝবো এতোটুকু সাহস ছাড়াই এই ব্লগ উনারা চালাচ্ছেন। নাকি ইসলাম বিদ্বেযীদের (নাস্তিক নয়) বিপক্ষে উনারা যেতে চান না? নাকি উনারা নিজেই ইসলাম বিদ্বেযী? নাস্তিকতা থাকতেই পারে। না দেখে তারা কিছু বিশ্বাস করবেন না। ভালো কথা।

কিছু কিছু নাস্তিকের তো নিজের বাবাকেও বাবা হিসাবে বিশ্বাস করার কথা না। নিজের মায়ের সাথে উক্ত বাবার ভালোবাসাবাসির মাধ্যমেই যে তার সৃস্টি নাস্তিক ভাইগনের কাছে তার প্রমান কি? উনারা তো সে সময় তাদের বাবা মায়ের বিছানার কাছে ছিলেন না। মডুদের কাছেও একই প্রশ্ন। আমরা যা বিশ্বাস করি তার অধিকাংশই না দেখে। আইনস্টাইন বা নিউটনের সুত্র যে তারাই আবিস্কার করেছেন তা শুধু পড়েই বিশ্বাস করেছি আমরা।

না? যা হোক। বিশ্বাস অবিশ্বাস নিজের কাছে। কিন্তু ফ্রিডম অব এক্সপ্রেশনের নামে সামুতে যা শুরু হয়েছে তা নিয়ে জানা বা আরিলের হস্তক্ষেপের সময় অনেক আগেই এসেছে। হতে পারে এটা আমার শেষ লেখা। জানি কারো কিছু এতে এসে যায় না।

ভালো থাকবেন। ডিসকো বান্দর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.