আমাদের কথা খুঁজে নিন

   

কিন্নরী মেঘের ফসিল জমে গেছে

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই রুক্ষ ক্যানভাসে তুমি এলে সবুজ কবিতা হয়ে চৈতালি বিকেলে আমি মুগ্ধ পাঠক- ছন্দ মাত্রা না বুঝেই পড়ে গেলাম আদ্যপান্ত সূচনা বিন্দু থেকে প্রলয় রেখা পর্যন্ত কি সুচারু বুনন নিপুণ কারুকাজ- বিমোহিত সময় থেমে যায় দেবদারুর পাতায় ভালোবাসার কি গভীরতা...তল স্পর্শের অভিলাষে যতই ডুব মারি অতলান্ত আঁধার আমায় ফিরিয়ে দেয় রিক্ত হাতে তবু নৈসর্গিক কোকিলের মায়াবি আহ্বানে আমি ছুটে যাই খেয়ালি সৈকতে জানো নৈশব্দের কারিগর আমি ভূলে গেছি শৈবাল রুপকথা বুক পকেটে যা মাদুলির ছলে রেখে দিয়েছিলে তুমি বিগত দিনে এখন সেখানে কিন্নরী মেঘের ফসিল জমে গেছে হতাশ রঙধনু আর সাজে না সাত রঙে শুধু ক্ষ্যাপটে প্রজাপতির রুদ্ধশ্বাস শোনা যায় পিয়াসি প্রান্তর তোমার নিরেট প্রাচীরে প্রতিধ্বনিত হাহাকারগুলো যত্নে রেখো যা দিয়ে নৈলের পাটাতনে হয়তো ছোট গল্পের প্লট থোদাই করা যাবে শোনো ডাকে ওই কুহেলিক জোছনা প্রবাহিত বাতাসের কাছে যার পাওনা রয়েছে কিছু নির্ঘুম রাত মনে রেখো নাটাই ছেড়া ঘুড়ির দলে একদিন আমিও ছিলাম যার দু হাত ভরা বসন্ত ছিল বোহেমিয়ান গিটারের সুর ছিল আর ছিল একটা খোলা জানালা সে জানালার কানির্শে একটি চড়ুই স্বপ্ন পেতেছিল সংসার লুকায়িত ঝঞ্জায় ডুবোচরে আটকে যায় একান্ত পানসি গুটিয়ে নেয়া পালের ক্রন্দন ঝরে পড়ে অনাকাঙ্খিত বালুচরে ক্লান্ত আকাঙ্খার ডানায় তবু নতুন পাতার গুঞ্জন আসবে কি ভ্রমর আপন ঠিকনায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।