আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণতা কিন্নরী, তোমাকে মাঝে মাঝে মিস করি...

লড়ছি প্রতিটি ক্ষনে নিজের মনের সাথে, জীবনের সাথে এবং সমাজের মানুষের সাথে শুধু অপেক্ষায় জয়ী হবার সম্ভবনা... এই মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবার সাথে সাথেই আর কিছু নাই। সমস্ত স্মৃতি, এই জীবনের সমস্ত অজ্ঞতা সেখানেই শেষ

ফেসবুকে ২০১০ সালের দিকে একুশে টেলিভিশনের উপস্থাপিকা পূর্ণতা কিন্নরীর সাথে পরিচয় হয়েছিল। তার সাথে কথা বলার সময় কখনোই অহংবোধ দেখিনি। আমার সমস্যা হলো, কারো না কারো সাথে খুব সিম্পল বিষয় নিয়ে মন কষাকষি হয়। ঠিক এরকমই ছোট্ট একটি ঘটনায় তার সাথে কথা বন্ধ হয়ে যায়।

এরপর মাঝে মাঝে টুকটাক ম্যাসেজ চালাচালির পর ব্যস্ততা ও তার অনাগ্রহের কারণে একসময় যোগাযোগই বন্ধ হয়। তবে আমি মাঝে মাঝে তার ফেবু প্রোফাইলে উকি দিয়ে আসি। কয়েকমাস আগে তার পিতা গত হবার কথা শুনে খারাপ লেগেছে, আবার কয়েকটা ছবি দেখেও খারাপ লেগেছিল, মাঝে মাঝে তার 'পাবলিক" স্ট্যাটাস ও ছবিগুলি দেখি, কোনোটা ভাল লাগলে নিজের কভার ফটোতে ব্যবহারও করেছি আজ হঠাৎ অনেকদিন পর তার কথা মনে পড়লো। জীবনে কত মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের কথা মাঝে মাঝে মনে করে মন খারাপ হয়, কখনো ভাল লাগে কখনো কষ্ট হয়.... এইতো জীবন, এই বেশ ভাল আছি। পূর্ণতা কিন্নরী যেখানেই থাকো, ভাল থেকো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।