আমাদের কথা খুঁজে নিন

   

বিশৃঙ্খলায় জড়িত আইনজীবীদের সনদ বাতিলে রুল, উত্তাল আদালত

আদালতকক্ষে হাতাহাতি ও বিশৃক্সখলা মামলার আসামি বিএনপিপন্থি ১৩ আইনজীবীকে পেশাগত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আদালত জানান। আদালত বলেন, এ সময়ের মধ্যে কোনো মামলার আসামি হলে তবেই তারা আদালতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি এ আইনজীবীরা যাতে দেশের কোনো বার ও আদালতে কোনো মামলার কার্যক্রমে অংশ না নিতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আদালতকক্ষে হাতাহাতি ও বিশৃক্সখলা সৃষ্টির ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশের কপি দেশের সব বার ও আদালতে সরবরাহেরও নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এ আইনজীবীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তাদের বার কাউন্সিলের সনদ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলনিশি জারি করেন। জবাব দিতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও অভিযুক্তদের আইনজীবীদের ১৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। কাজে নিষেধাজ্ঞা ও রুলনিশির আওতায় থাকা আইনজীবীরা হলেন_ অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, কামরুল ইসলাম সজল, শহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরিফ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহমেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম, গোলাম নবী, রেজোয়ান আহমেদ। এরা সবাই বিএনপিপন্থি আইনজীবী।

আদালতকক্ষে হাতাহাতি ও হট্টগোলের ঘটনায় এ ১৩ জনকে আসামি করে মঙ্গলবার শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা হট্টগোলের ঘটনায় এ ১৪ জনকে আসামি করে মঙ্গলবার শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এস এম সোলায়মান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ৩০-৪০ জনকেও আসামি করা হয়। সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে আদালত বিরোধীদলীয় নেতার দেশপ্রেম নিয়ে মন্তব্য করেন।

এ ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীরা আদালতকক্ষে ক্ষুব্ধ প্রতিবাদ জানান। এ সময় বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আদালত এজলাস ত্যাগে বাধ্য হন। এদিকে মামলার প্রতিবাদে গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হাইকোর্ট-প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে বিচারিক কার্যক্রম থেকে প্রত্যাহারের দাবি জানান।

সকালে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে ফোরামের সভাপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি জয়নাল আবেদিন, মহাসচিব ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, নিতাই রায় চৌধুরী, জামিল আখতার এলাহী, গাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ প্রমুখ। বক্তারা বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে বিচারিক কার্যক্রম থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মুফতি আমিনীর মামলায় এই বিচারপতি উদ্দেশ্যপ্রণোদিতভাইে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে জড়িয়ে আদেশ দিয়ে আদালতে বিশৃক্সখল পরিস্থিতি সৃষ্টিতে উসকে দিয়েছেন। আদালতের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছেন। সমাবেশ শেষে আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল সুপ্রিমকোর্ট চত্বর প্রদক্ষিণ করে। আইনজীবী ফোরাম ঢাকা জেলা সভাপতি সানাউল্লাহ মিয়া এক বিবৃতিতে এ মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তালেবানি কায়দায় উচ্চ আদালতে হামলা লজ্জাজনক_ সুরঞ্জিত : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তালেবানি কায়দায় বিচারকদের উদ্দেশে স্প্রিন্টার ও বোতল ছোড়া লজ্জাজনক। কোর্ট একটি বিচারিক জায়গা। তালেবানি কায়দায় আক্রমণের জায়গা নয়। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা আইনের ঊধর্ে্ব নন। এ কারণে আদালত তাকে নিয়ে মন্তব্য করেছেন।

কোনো বিচারকের রায় মনঃপূত না হলে আপিল করার সুযোগ আছে। কিন্তু এ নিয়ে হাতাহাতি করা লজ্জাজনক। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অবিলম্বে বিষয়টি আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে সাংবাদিকরা সুরঞ্জিতের কাছে জানতে চান, দুইবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আদালত এ ধরনের মন্তব্য করতে পারেন কি না।

মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ : হাইকোর্টে অনাকাক্সিক্ষত ঘটনায় সুপ্রিমকোর্ট আইনজীবীদের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এক বিবৃতিতে এ ঘটনাকে সরকারের নীল নকশার ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।