আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের পক্ষে বয়ান, বিশৃঙ্খলায় আহত ৫

গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার সকালে উপজেলার ভবেরচর ঈদগাহ ময়দানে নামাজ শেষে এ বিশৃঙ্খলা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।   
ওই জামাতে ইমামতি করেন নারায়ণগঞ্জের বাসিন্দা এনায়েত উল্লাহ আব্বাসী।
জামাতে উপস্থিত স্থানীয় সাংবাদিক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের নামাজ শুরুর আগে ইমাম তার বয়ানে সরকারের বিরোধিতার পাশাপাশি হেফাজতে ইসলামের ১৩ দফার পক্ষে বক্তব্য দেন।    
এনায়েত উল্লাহ বয়ানে বলেন, “বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার নয়।

হেফাজতের ১৩ দফার সঙ্গে আমার অনেকাংশেই মিল রয়েছে। যা কিনা ইসলাম-সম্মত। এসব কথা বলায় নানা জায়গায় আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে। যত আক্রমণই হোক ইসলামকে ক্ষতি হতে দেব না। ”  
এ সময় তিনি আরো বলেন, “দৈনিক প্রথম আলো মুনাফেকী কথাবার্ত লিখে।

তাই প্রথম আলো এবং এই মালিকের সকল পণ্য বর্জন করুন। ”
আরএফএল ও প্রাণ গ্রুপের পণ্যও তিনি বর্জন করতে বলেন।
সাংবাদিক মাসুদ রানা বলেন, ইমামের এই বয়ানের পর নামাজ শেষে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এনায়েতকে দ্রুত সরিয়ে নেয়া হয় নিরপদ স্থানে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  
তিনি জানান, “এনায়েত উল্লাহ আব্বাসী অনেক দিন ধরেই এখানে ঈদের নামাজে ইমামতি করেন। এর আগে তার পিতা এবং পিতামহও এখানে নামাজ পড়াতেন।

নারায়ণগঞ্জে তাদের পরিবারের একটি খানকা শরীফও রয়েছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.