আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যিস ইসলাম আছে। নইলে নাস্তিক নামধারী .....

এখনই, নয়তো কখনই নয়...। ভাগ্যিস ইসলাম আছে। নইলে নাস্তিক নামধারী ইসলাম বিদ্বেষীদের টিকে থাকাটা এক কথায় অসম্ভব হয়ে দাড়াত। যে দুচার কলম লেখা ব্লগে প্রকাশ করে তাও সম্ভব হতো না। ওদের লেখাগুলো পড়ে আমি নিশ্চিত যে ওরা ইসলামকে জড়িয়ে থাকা এক প্রকার পরজীবি কিংবা ফাঙ্গাস কিংবা পরগাছা কিংবা নিতান্তই আগাছা।

স্বল্প মেয়াদে আগাছার দৌড়াত্ব অনেক বেশি থাকলেও দীর্ঘমেয়াদে তা কিন্তু টেকে না। ইসলাম বিষয়ক অন্তঃহীন বিদ্বেষ ছড়ানো নিয়ে তাদের যে desperation তাতে বরং আমার এটাই মনে হয়েছে যে ইসলাম অন্তঃসার শূন্য কোন বিষয় না। আর অন্তঃসার শূন্য বিষয় না বলেই আগাছার দৌড়াত্ব এতো বেশি। ইসলাম অবিকৃত বলেই ইসলামকে বিকৃত করার ওদের বহুমূখী প্রয়াস ওরা চালিয়ে যায় অন্তঃহীনভাবে। তাদের এই কর্মকান্ডে আমার কোন মাথা ব্যথা নেই।

যারা বিশ্বাসী তারা বড়জোর অবিশ্বাসীদের কাছে আল্লাহ্‌র বানী পৌছে দিতে পারে। এর বেশি কিছু না। কারন হেদায়েতের মালিক মহান আল্লাহ্‌তায়ালা। যারা হেদায়েত প্রাপ্তদের দলে না তাদের চাদঁ দ্বিখন্ডিত করে দেখালেও সরল পথে আসবে না। ইসলামের বিরূদ্ধে বিদ্বেষ ছড়ানো যাদের উদ্দেশ্য তাদেরকে যত যুক্তিই দেখানো হোক না কেন বির্তক কিন্তু শেষ হবে না, কারন তাদের উদ্দেশ্যটা যে সৎ না।

যদি সৎ হতো তবে একটা পর্যায়ে বিতর্কটা অবশ্যই থামতো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.