আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যিস ! আমার ছোট্ট মেয়ে ব্লগার নয় !!

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ যুগে যুগে বাংলাদেশ সরকারের উদাসীনতার সুযোগে রাজাকারদল পার পেয়ে যাচ্ছে দেখে সংক্ষুব্ধ তরুণ যুব সমাজ আজ শাহবাগে দিন-রাত প্রতিবাদে বিক্ষুব্ধ। এমতাবস্থায় আমার ৭ বছরের ছোট্ট খুকী যদি ব্লগার হত, তবে আমি নিশ্চিত, আজ সে প্রতিবাদী হয়ে আর একটি শাহবাগ চত্বর তৈঁরী করত। আর তা হত আরো জনবহুল। কারণ, ১ জন শিশু-কিশোরের সাথে থাকতো তাদের মা বাবা। আন্দোলনে শরিক হতে নয়, তাদের খাওয়া দাওয়া আর পটি বিষয়ক দেখভালের জন্য।

কি ভয়াবহ অবস্থা হত! গতরাত ১১ টার দিকে আমার ৭ বছরের মেয়ে বাবা বাবা বলে ছুটে আসে। কোমরে দু'হাত, চোখ অগ্নিশর্মা। আমি বিচলিত হয়ে জিজ্ঞেস করি কি হয়েছে? সে তার উত্তরে যা বলল, তা শুনে আমার আক্কেল্ গুরুম! বজ্রসম হুঙ্কার ছেড়ে বলে 'আমার ইচ্ছা করছে সরকারকে মারি'। পর সে কেঁদে ফেলল। এমন ইচ্ছে হবার কারণ বুঝতে আমার অসুবিধা হল না।

কাল তার প্রিয় চ্যানেল ডিজনি (ডরিমন) আর পগো বন্ধ হয়ে গিয়েছে। এর প্রতিবাদেই তার এমন ইচ্ছে হল। ঘটনার সূত্রপাত গতকাল সকালই। ক্যাবল অপারেটর ভিডিও চ্যানেলে বিজ্ঞপ্তি দিচ্ছিল সরকারের নির্দেশে আজ থেকে চ্যানেল বন্ধ হয়ে যাবে। তাই সে সকাল থেকেই খু্ব উ্দবিগ্ন ছিল।

আর দিনের বেলায় বন্ধ না হওয়াতে বেশ খুশ মেজাজেই ছিল। কিন্তু রাতের দিকে বন্ধ হতেই সে প্রতিবাদী হয়ে ওঠে। আমি বললাম, পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ডরিমন দেখ, তাইতো সরকার বন্ধ করে দিয়েছে। প্রত্যুতরে সে আরও প্রতিবাদী হয়ে বলে, তুমি যে খেলা দেখ, সেগুলা তো বন্ধ করে না! চার দিন আগে আমি নিউজ স্ক্রলে সরকারের এই আদেশ দেখে তাকে বলে ছিলাম যে এ সব চ্যানেল বন্ধ হবে, প্রতিবাদে সে আমাকে মেরেছে তো মেরেছেই বোনাস হিসেবে তাঁর মায়ের বকুনিও আমাকে খাইয়েছে। কিছুক্ষণ পরেই সে কি না আবার হুর--রে বলে চিৎকার করে উঠলো।

হাত তালি দিয়ে বলল, একটা বন্ধ করলে কি হবে! অন্য চ্যানেল খুজে পেয়েছি। ডরিমন দেখাচ্ছে। ৯০ চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে নুতন চ্যানেল আবষ্কার করে ফেলায় সে মহা খুশি আর আমি- যেন হাঁফ ছেড়ে বাঁচলাম! আমি সেই পাঁচ তারিখ সক্কাল থেকে টিভি টিউন করে বসে ছিলাম কাদের মোল্লার রায় শুনবো বলে। সাথে আমার মেয়েও ছিল। আর সে দিন সে রাজাকারের সংজ্ঞা আমার কাছ থেকে শিখে নেয়।

আর রায় মনপুত্ত না হওয়ায় আমি তখন সরকারের চোদ্দ গুষ্ঠি উদ্ধার করছিলাম। আর বিকেল থেকে শাহবাগের কর্মসূচীর দিকে চোখ রাখছিলাম। আমার মেয়েও যেনে যায় যে সেই রায় না মানায় তরুণ যুবারা আন্দোলন করছে। হয় তো সে প্রভাব থেকে সেও প্রভাবিত হয়ে নিজেও সংক্ষুব্ধ হয়ে ওঠে। ভাগ্যিস! অপারেটর বিকল্প ব্যবস্থা করেছে আর আমার ছোট্ট মেয়ে ব্লগার নয় ! আর এক বিরাট আন্দোলন থেকে সরকারও রেহাই পেলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.