আমাদের কথা খুঁজে নিন

   

খেলনা

স্বপ্নের ধ্বনিরা এসে বলে যায়, স্থবিরতা সবচেয়ে ভালো হতাশার ঘোলা জলে আসক্ত রক্ত প্রতিক্ষীত কিছু পেয়ে গেলে নিজেই অন্যরকম, উদাসীন কোথায় রাখি, ধারণতক্ষমতা কতটুকু আমার? অদৃশ্য বেরিক্যাড পেরোলে নিজের অজান্তে সময়ের হার্ডডিস্ক থেকে মুছে যাবে ডাটা। ভালবাসা, ভাল-বাসা, ভা-ল বাসা, ভা-ল-বা-সা মায়া, করুণা, ছলনা, দয়া ........ বর্ণিল অনুভূতি উফ্ - পাতায় পাতায়, শিরায় শিরায় আসা-যাওয়া ভাল-মন্দ, সত্য-মিথ্যা, সাহস-ভয় আর চক্ষুলজ্জাময় প্রহর এই সাদাকালো দিন রঙীন স্মৃতি মুছে যাবে সময়ের রেম হতে আত্মভোগ, আত্মত্যাগ, আত্মসুখ, উ‍‌ৎসর্গ-উপভোগ কিসে সুখ? কিসে যে দুঃখ! সুখ কি চেয়েছি কোনদিন? কেন্দ্রে দুঃখ চুম্বক বৃত্তের মাঝে আমি জন্মাবধি শিশুর হাতের খেলনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।