আমাদের কথা খুঁজে নিন

   

মিনি সৃতি কথন (খাগড়াছড়ির কিছু বছর)

© শিবলী বাবার আর খাগড়াছড়িতে থাকার ইচ্ছা নেই। বরিশাল কিংবা কুমিল্লার মত এলাকায় যেতে চান। যাতে আমার পড়াশোনার সুবিধা হয়, বাড়ি থেকেই ভালো স্কুলে পড়তে পারি। খাগড়াছড়ির পরিষদ থেকে তাকে যখন ডিসি অফিসে দেয়া হয় তখন তিনি বেশ অবাক হন। আমার SSC সামনে তাই খুশিও হন কারণ আমার রেজিট্রেষণ হয়ে গেছে।

বোর্ড বদল হলে আবার বহু ঝামেলা পোহাতে হবে। এখন তার একটা প্রমোশন হয়েছে। প্রমোশনটা নিলেই বদলি। কিন্তু রাতের ঘুম হারাম হয়েছে আমার। হাই স্কুল জীবন এর প্রায় পুরোটাই পার করলাম খাগড়াছড়িতে এবং সময়টা আমার ভীষণ ভালো কাটছে।

আমার ঘরের উত্তর দিকের জানালা দিয়ে বাইরে তাকালেই রাস্তা দেখা যায়; শুধু রাস্তার দিকে তাকে মনেই হয় না দুই তালায় আছি। রাস্তার পাশে নিচের ঢালু অংশে একটা বড় সেগুন গাছ। যেখানে বেগুনি রং এর ফুল ফোটে। দক্ষিণ দিকের জানালার পাশে আছে বিশাল একটা জাম গাছ আর তার পাশে অনেক গুলো কাঁঠাল গাছ। জাম গাছের পাখি গুলার গলিতে প্রতিদিন আমার ঘুম ভাঙ্গে! ভালো শহরে গেলে হয় তো আমি একটা ভালো স্কুল পাব।

কিন্তু কোথায় পাবো মহসীন স্যারের আদর; তোফায়েল স্যারের শাসন; কাজিম স্যারে তিরস্কার! কোথায় পাব পাল স্যারে গালি; তাপস স্যারের ক্লাস। কোথায় পাব এমন জানের বন্ধ; এমন মিশুক বান্ধবী। কোথায় পাব? জানি এরকম সৃতি সবার মনেই কোন না কোন সময় বাসা বেধেছে কিন্তু জীবন আর সফলতার জন্য তা তা পিষ্ট হয়েছে মনের কোনেই। আমাকেও পিষ্ট করতে হবে সফলতার লোভ আর জীবনের টানে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।