আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কাছে কি ২০০/৫০০ টাকা হবে ? যে টাকার মূল্য কোটি টাকার হাসি !!

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ বছরে ঘুরে আবারও ঈদ চলে এল । মহানন্দে আসা ঈদ আগমন বার্তা সমাজকে দুইটি ভাগে করে দেয় । একটি সমাজ বাঙালী মানের এলিট শ্রেণী , এরা সকলেই ব্যস্ত শপিং নিয়ে কিংবা ভাবছে শপিং এর পরিকল্পনা নিয়ে। !এবং সমাজে আরো একটি অংশ রয়ে গেছে যাদের কাছে ঈদ আনন্দ কেবল বেচেঁ থাকার লড়াই, দুই বেলা খাওয়ার সংগ্রাম । আসলে আমরা কেউ সমাজ সংস্কারক নই, সমাজ সেবকও নই, অতটা ক্ষমতাও আমাদের নেই ।

আমরা কেবল কিছু অতি আগ্রহী সাধারণ মানুষ যারা অন্তত এই সময়ে সেই সকল অসহায় ও দুঃখী মুখগুলোর কথা ভেবে লোকজনকে মারাত্নক টাইপের পেইন দি শুধুমাত্র সেসকল অসহায় পথশিশু, বৃদ্ধ নারী ও পুরুষ এর জন্য যাদের সাধ্য নেই একটি নতুন জামা কেনার ! যারা বঞ্চিত এই খুশির সমারোহ থেকে! এলিট শ্রেণীর সকলেই ব্যস্ত শপিং নিয়ে কিংবা ভাবছি শপিং এর পরিকল্পনা নিয়ে। কিন্তু সমাজের অন্য অংশটি রয়ে গেছে অন্য একটি গ্রামে যেখানে ইশ্বকেও খুজেঁ পাওয়া যায় না । । যাদের কাছে ঈদ আনন্দ কেবল বেচেঁ থাকার লড়াই, দুই বেলা খাওয়ার সংগ্রাম । আসুন না একটিবার ভাবি সেই সকল অসহায় ও দুঃখী মুখগুলোর কথা যাদের সাধ্য নেই একটি নতুন জামা কেনার! একবারটি ভাবি সেই সব অসহায় পথশিশু, বৃদ্ধ নারী ও পুরুষ এর কথা যারা বঞ্চিত এই খুশির সমারোহ থেকে! এত গুলো দুঃখী মানুষকে পাশে রেখে আমরা কি পারবো এই তাৎপর্যপূর্ণ দিনটি আনন্দে কাটাতে? আসুন না হাসি ফোঁটাই এই অসহায় মানুষগুলোর মুখে।

কারো মুখে হাসি ফোটানোর নির্মল আনন্দ যদি উপলদ্ধি করতে চান তাহলে আসতে পারেন “স্বপ্নময় বাংলাদেশে" এর সাথে। আসুন এক হই সকলে এই সব দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোঁটাতে। স্বপ্নময় বাংলাদেশ (Click This Link ) গ্রুপের উদ্দ্যেগে বিগত বছরগুলো মত এইবারও পথ শিশুদের ( ০-১২ বছর ) ঈদের বস্ত্র বিতরনের কাজ হাতে নিতে যাচ্ছি । বিগ বছর গুলোতে আমরা কখনো ৮০০ কখনো ৬০০ পথশিশুদের ঈদের পোশাক দিতে সমর্থ হয়ে ছিলাম । ।

রাস্তায় ঘুমাতে হয়, ২ বেলা ঠিক ভাবে খেতে পারে না এমন শিশুদের জন্য আসন্ন ঈদকে সামনে রেখে নতুন কাপড় দিতেই আমাদের এই কার্যক্রম । এই কার্যক্রমের অধীনে আমরা এই গ্রুপ সকল আগ্রহী সদস্য সহ অন্যান্য ঘনিষ্ট কাছের মানুষ কিংবা আগ্রহী অন্যান্য যে কারো হতে নগদ অর্থ সংগ্রহ করব । এই অর্থ দিয়ে নতুন জামা কেনা হবে এবং গভীর রাতে রাস্তায় পথ শিশুদের বিতরন করা হবে । আমরা সাধারণত ৫০০০-১০০০০ টাকা ঈদে খরচ করি কেনাকাটায় । আর তার মধ্য হতে অন্তত ২০০ বা ৫০০ টাকা ঐ শিশুর জন্য খরচ করলে আপনার আমার কেনাকাটায় প্রভাব পরার কথা না।

তাই এগিয়ে আসুন পথশিশুদের মুখের এক চিলতে হাসি ফোটাতে । ---------------------------------------------------------------------------- যেভাবে সাহায্য পাঠাবেন । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের নিম্নোক্ত প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য পাঠাতে পারেন । ** USTC : নিহাল : 01675125716, শিমুল 01674189890 ** BUET : আসাদ ( Asad Tanvir ) : 01670532284 । ** CUET : সাইফ ( Saif Iftekharr) : 01675823155 ** Dhaka university : আদনান ( 01834725908 ) ** Chittagong university : তোয়াহা ( Genetics ) : 01947866312, শাওন : 01712988698 ;সেজুতি : 01688789600 ( মহিলা প্রতিনিধি) ** Ctg Medical College মামুনুল হক ( (53th batch):01913420345 দিদারুল আলম( 53thbatch) : 01680805025 **East west university : রুমেন : 01914878469 ।

** Stamford University : শোভন : 01672346791 ** Rajshahi university : সার্বনী : 01554251784 । **Premier university : শিহাব ( Shihab Jishan Anik ) :01670462844 ** Islamic university : রানা : 01672013172 ( kumira capmus), তায়িন ( Taeen Ull Hoque ) : 01752616891 ( city campus) . ** BGC trust university : নঈম : 01830481810 ( অন্য বিশ্ববিদ্যালয় সমূহের আপডেট আসছে ) *****এছাড়া যে কেউ যে কোন স্হান হতে সাহায্য পাঠাতে চাইলে সরাসরি যোগাযোগ করুন *রবিউল ( Kareless Rabiul ) : contact : 01672278090 / 01835898287 । *শুভ ( নিঃসঙ্গ শুভ) : 01760891022 । *শুভাশিষ ( Shuvashis paul ) : 01815636630 । *****ব্যাংকের মাধ্যমে যারা সাহায্য পাঠাতে চান Title : Sheikh Anas MD Kowser. Ac no :129.101.143349 CDA Avenue branch. DBBL.CTG।

***বি : দ্র : আগ্রহীদেরকে ৩১শে জুলাই এর মধ্যে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করছি । ----------------------------------------------------------------- আমরা যেন শুধুমাত্র বাহবা দিয়েই দায়িত্ব শেষ না করি । ইভেন্ট ডিটেইলস পড়ে এগিয়ে আসার অনুরোধ রইল । । কিভাবে সহযোগিতা করবেন;কিভাবে যুক্ত হবেন পথ শিশুদের পোশাক প্রদানের এই ইভেন্টে ??? > যেহেতু এই ইভেন্ট প্রতিবছরই অনুষ্ঠিত হয় সুতরাং অনেকে এই ব্যাপারে বিস্তারিত জানেন ।

>যারা জানেন না তাদের জন্য, আপনি সহযোগিতা করতে ইচ্ছুক হে ব্যাংক একাউন্ট নম্বার দেয়া আছে অথবা আপনার বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেটিভের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন । > আমরা উৎসাহিত করি, শুধু আপনি একাই নন বরং আপনার বন্ধু,আত্নীয় স্বজন, বিশ্ববিদ্যালয়ে নিজ দায়িত্বে ইভেন্টের ব্যাপারে অন্যদের জানাতে পারেন এবং ফান্ড সংগ্রহ করতে পারেন । এবং আমাদের সাথে যোগাযোগ করুন । এই কাজে আপনাকে সহযোগিতা করতে "স্বপ্নময় বাংলাদেশ" টিম সদা প্রস্তুত আছে । > আমাদের সকলের ছোট ছোট অংশগ্রহন হয়ত কাঙ্কিত লক্ষ্যে নিয়ে যাবে আমাদের এবং আমরা প্রতিটি পথ শিশুর জন্য ঈদের কাপড় নিশ্চিত করতে পারব ।

। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ !! ( রাতভর কাপড় বিতরনের একটি মুহুর্তে স্বপ্নময় বাংলাদেশ টিম ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.